X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফ-এর পুশইনের চেষ্টা ব্যর্থ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ০৭:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:৪৭

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফ-এর পুশইনের চেষ্টা ব্যর্থ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকার শূণ্যরেখার একটি পরিত্যক্ত বাড়িতে গত দুই দিন ধরে অবস্থান করছেন শিশুসহ ১২ জন নারী-পুরুষ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

সোমবার (১৩ জুলাই) সর্বশেষ খবর অনুযায়ী পুশইনের চেষ্টারত ১২ জন নাগরিক ভারতের সীমান্তের একটি পরিত্যক্ত বাড়িতে এখনও অবস্থান করছে।
এরআগে শনিবার (১১ জুলাই) বিজিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা সদরের হাকর সীমান্তের ২০৩৯/১২-এস পিলার এলাকা দিয়ে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই সময় বিজিবি-এর টহল দলের সদস্যরা শিশুসহ ওই ১২ নারী-পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেয়। এই ঘটনায় ওইদিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কসবার কোম্পানি কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফের পক্ষে ছিলেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক প্রবেশ কুমার। বিএসএফ সদস্যরা ওই ১২ জনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের দাবি প্রত্যাখান করে বলা হয় যেহেতু তারা ভারতে অবস্থান করছে তারা ভারতীয় নাগরিক। তাদের যেন কোনওভাবেই পুশইনের চেষ্টা না করা হয়।

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফ-এর পুশইনের চেষ্টা ব্যর্থ বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মেহেদী হাসান জানান, ওই নাগরিকরা বাংলাদেশের নয়। যেহেতু ভারতের অংশ থেকে এসেছে, সেহেতু ধরেই নেওয়া যায় এরা ভারতের লোক। বিএসএফকে বলা হয়েছে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিতে। পাশাপাশি বিজিবিকে সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ