X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সরাইলে আলকায়েদার দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৯:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

আলকায়দার দুই সদস্য (মাঝে) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আলকায়েদার দুই সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, উগ্রবাদী বইয়ের দুটি ফটোকপি, ৪টি লিফলেট, ২টি মোবাইল ফোন এবং মোবাইল মেসেজের ৩ পাতা ফটোকপি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শহাবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।

শুক্রবার বিকালে র‌্যাবের আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আলকায়দার দুই সদস্যের কাছ থেকে উদ্ধার বইসহ সরঞ্জাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে শাহবাজপুর গ্রামের দিঘির উত্তরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

র‌্যাবের দাবি, গ্রেফতার দুজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আলকায়েদার সদস্য। তারা ছদ্মবেশে উগ্রবাদী বই ও লিফলেট প্রচারণা এবং মোবাইল ফোনে উগ্রবাদী প্রচারণাসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের জন্য অবস্থান করছিল।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আলকায়েদার সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ