X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০০:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০১:১১

কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি ) রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন এ তথ্য জানান।

নিহতরা হলেন ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) এবং তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে স্থানীয় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মহিউদ্দিন জানান, জমি নিয়ে বিরোধে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তারা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি।  তবে, অভিযান চলছে বলে জানা গেছে। ঘাতকরা গাঢাকা দিয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোক বিরাজ করছে।

ঘটনার পর থেকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি শুরু হয়েছে। অচিরেই তাকে ধরা হবে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেয় আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। কিন্তু স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দুর্বল ভূমিকার কারণে খুনের ঘটনাটি ঘটে গেলো। এর জন্য জনপ্রতিনিধিরা কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে এলাকাবাসী মনে করছেন।

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লিখাকালে দুই জনের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ