X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আখাউড়া পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০৮:১০আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৮:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে সঠিকভাবে ফরম পূরণ না করা, ঋণখেলাপি হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারণে দুই জন মেয়র প্রার্থী ও সাত জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী) ও উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী)।

এছাড়া একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ছয় জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসার জিল্লুর রহমান জানান, যাছাই-বাছাই শেষে চার জন মেয়রপ্রার্থীসহ ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। বৈধ মেয়রপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী), উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন (আওয়ামী লীগের বিদ্রোহী)।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা হয়।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত রবিবার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে ছয় জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউসিলর পদে ৪১ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র  দাখিল করেন।

এ ব্যাপারে জিল্লুর রহমান বলেন, ‘যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করা, ঋনখেলাপি হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারণে দুই জন মেয়রপ্রার্থী, একজন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ছয় জন কাউন্সিলর প্রার্থীসহ ৯ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে