X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব। এই দাবিতে রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচএম মান্নান মুন্না, প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ও প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সেক্রেটারি গিয়াস উদ্দিন রনিসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা রাজনৈতিক সহিসংসতার বলি হওয়া এই তরুণ সংবাদকর্মীর নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এসে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্যাহ, সদস্য সাহাব উদ্দিন সোহাগ, ওহিদুর রহমান, নাছির উদ্দিন, ইমাম হোসেন খাঁন, এম এস আরমান, কামরুল হাসান রুবেল, নূর নবী রাকিব প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা ৪৪ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫)। এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাটে তরকারি বাজারের সামনে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারণের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান