X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৬

ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন হত্যার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। রবিবার (২১ ফেব্রুয়ারি) আশরাফের বাবা মো. আব্দুল্লাহ বাদী হয়ে আনোয়ারা থানায় মামলাটি করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফ হত্যার ঘটনায় তার বাবা লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

আসামিরা হলেন– চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক নয়ন সরকার (২৯), পূর্ব ডুমুরিয়া গ্রামের এম এ হাশেমের ছেলে রাকিব (২৫), পূর্ব রদুরা গ্রামের আলী আকবরের ছেলে মহিউদ্দিন মানিক (৩৩), পটিয়ার ধলঘাট এলাকার অমর নন্দীর ছেলে অংকন নন্দী (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, নিহত আশরাফ উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী। আসামি নয়ন সরকারের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ ছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে তাকে ছুরিকাঘাত করেন নয়ন। এতে আশরাফ গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, নয়নের সঙ্গে এক সময় আশরাফের সুসম্পর্ক ছিল। কিন্তু এক বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কয়েক মাস আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা