X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০২১, ১৬:৫৬আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:১৪

পাঁচ বছর আগে ডাকাতির সময় এক নারীকে হত্যার ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৩ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, ফটিকছড়ির ১৯ নম্বর সমিতির হাট ইউনিয়নের সাদেক নগরের মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৭), হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মো. মুসার ছেলে মনসুর (২৫), একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৈয়ব প্রকাশ রানা (২৪) এবং সৈয়দুর রহমান বাড়ির আহমদ ছফার ছেলে মো. ইসহাক।

নোমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ বছর আগে ডাকাতির সময় আসামিরা পারভিন আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহত নারীর স্বামী হত্যা ও দস্যুতার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই আদেশে দস্যুতার ধারায় (৩৯৪ ধারা) আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি ইয়াছিন উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন। ঘটনার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হলেও পরবর্তী সময়ে তারা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে যান।’

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ মার্চ রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাসায় পারভিন আকতার নামে ওই নারীকে হত্যা করা হয়। ওই দিন রাতে অপরিচিত এক ব্যক্তি প্রথমে দরজায় এসে দাঁড়ায়। এরপর আরও তিন জন জোর করে ঘরে ঢোকে। চার জন মিলে পারভিন ও তার ছেলে সাঈদকে আটকে ফেলে। সাঈদকে গলা টিপে হত্যা করার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় চিৎকার করতে গেলে পারভিনের মুখ চেপে ধরে মেঝেতে উপুড় করে চেপে ধরে আসামিরা। এতে শ্বাসরোধে পারভিনের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন পারভিনের স্বামী নুরুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৩ জুন অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের চার জনকে মৃত্যুদণ্ড দেন।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড