X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৯:০৯আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:০৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নবীনগর উপজেলার মো. ইয়ামিন (৮) ও মো. আদিব (৯) নামে দুই শিশু নিহত হয়েছে। বেলা ১১টা ও দুপুর ১টায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের অলিউল্লাহর ছেলে ও আদিব উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মো. শাহআলমের ছেলে। পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে শিশু ইয়ামিন বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অটোরিকশা ও এর চালককে আটক করেছে।

এদিকে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামে ট্রাক্টরের চাপায় আদিব নামে অপর শিশু ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ট্রাক্টর ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

অপরদিকে সকাল ১০ টার দিকে সরাইল উপজেলার কালীগচ্ছের বড্ডা পাড়ায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা লাগে এতে ট্রলিচালক ইমরান নামে এক যুবক গুরুতর আহত হয়। এসময় অপর এক পথচারী শিশু আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ট্রলিচালক ইমরানের মৃত্যু হয়। নিহত ইমরান সরাইল সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, ঘাতক অটোরিকশা, ট্রাক্টরসহ এর চালকদের আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুই থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।


/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?