X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে হঠাৎই বেড়েছে করোনা সংক্রমণ

জিয়াউল হক, রাঙামাটি
২৫ মে ২০২১, ১৭:৪৯আপডেট : ২৫ মে ২০২১, ১৭:৪৯

পার্বত্য জেলা রাঙামাটিতে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমণ। গত তিন দিনে জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। তাদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর পরিবারের ছয় সদস্যও আছেন বলে জানা গেছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, গত শনিবার ৯ জন, রবিবার ১১ জন এবং সোমবার ৭ জনসহ মোট ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট এক হাজার ৫১৯ জন এই মহামারিতে সংক্রমিত হলেন। তাদের মধ্যে মারা গেছেন ১৭ জন।

ডা. মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ করেই সংক্রমণ বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার কোনও বিকল্প নেই। সবার প্রতি বিনীত অনুরোধ রাখছি, নিয়মের মধ্যেই চলাফেরা করুন। সোমবার যে ৭ জনের কোভিড সংক্রমণ পাওয়া গেছে, তাদের ৫ জন রাঙামাটি শহরের এবং বাকি ২ জন কাপ্তাই উপজেলার। তাদের ৬ জনের নমুনা পরীক্ষা করা হয় রাঙামাটি পিসিআর ল্যাবে এবং একজনের পরীক্ষা হয় অ্যান্টিজেনের মাধ্যমে।’

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৪৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫১৯ জন পজিটিভ এবং ৮ হাজার ৯২৯ জন নেগেটিভ হয়েছেন। সূত্রটি জানাচ্ছে, জেলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৬০২ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন, যাদের মধ্যে ১৮ হাজার ৮৬১ জন দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন।

সিভিল সার্জন ডা. বিপাশ খাসী বলেন, ‘মে মাসের ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত জেলায় ১৩ জন আক্রান্ত হলেও ১৪ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আক্রান্ত রয়েছেন ৩৩ জন। এই মাসে আক্রান্ত রয়েছেন ৫৭ জন। ঈদে বিভিন্ন জেলা থেকে লোকজন রাঙামাটি আসার কারণে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণের হার প্রতিরোধে রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় আক্রান্তের বাড়ি লকডাউন করে দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আর যেন কেউ আক্রান্ত না হন সেই ব্যবস্থা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র