X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালীতে শনাক্ত আরও ১১৫, ঢাকাগামী গণপরিবহন চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০২১, ০৯:২৭আপডেট : ২৩ জুন ২০২১, ০৯:২৭

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯২ জনের নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৬ শতাংশ। এদিকে জেলায় করোনার প্রকোপ বাড়ায় ঢাকা-নোয়াখালীর মধ্যে চলাচলকারী গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত নোয়াখালী হতে ঢাকাগামী সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন ও ঢাকা-নোয়াখালী-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‌‘উপকূল এক্সপ্রেস’র যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৫১ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৯৪ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় মারা গেছেন ৪৫ জন, সদরে ২৪ জন, সেনবাগে ১৭ জন, কবিরহাট ১৬ জন, চাটখিলে ১৩ জন, সোনাইমুড়ীতে আট, কোম্পানীগঞ্জে চার ও সুবর্ণচরে দুই জন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, বেগমগঞ্জে ২১ জন, কবিরহাটের ১৬ জন, সোনাইমুড়ীতে ১১ জন, সেনবাগ ৯ জন, চাটখিলে চার জন, কোম্পানীগঞ্জে চার জন, সুবর্ণচর ও হাতিয়ায় একজন করে শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ২০ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৯৮৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৩৬ জন ও আইসোলেশনে ১৩ জন রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় সদর উপজেলার নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে এবং নোয়াখালী পৌরসভায় চলমান লকডাউন তৃতীয় ধাপে আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৪ জুন বিকালে জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম ধাপে লকডাউন ঘোষণা করেন। প্রথম ধাপে ৫ জুন থেকে ১১ জুন ও দ্বিতীয় ধাপে ১১ জুন থেকে ১৮ জুন সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় লকডাউন ঘোষণা করা হয়। তবে করোনার প্রকোপ না কমায় চলমান এ লকডাউন তৃতীয় ধাপে আরও সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
লক্ষ্মীপুর উপকূলের ২০ গ্রাম প্লাবিত
লক্ষ্মীপুর উপকূলের ২০ গ্রাম প্লাবিত
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ