X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শুরুটা ছিল শখে, এখন তানিয়ার খামারে ৩৫ লাখ টাকার গরু

ইব্রাহিম রনি, চাঁদপুর
১৮ জুলাই ২০২১, ১৭:০৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:০৮

শুরুটা শখের বশে গরু পালন দিয়ে। তারপর ধীরে ধীরে গড়ে তোলা হয় খামার। সেখান থেকে সফল চাঁদপুরের তানিয়া ইসলাম এখন একজন নারী উদ্যোক্তা। বর্তমানে তার খামারে ৩৫ লাখ টাকার গরু রয়েছে বলে জানান তিনি। গরুর খামারের পাশাপাশি তানিয়া প্রতিষ্ঠা করেছেন ফাস্টফুট, বুটিকশপসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান।

খামারে কর্মরত শ্রমিকরা জানান, চাঁদপুর শহরের তানিয়া আক্তার ১০ বছর আগে স্বামীর সহযোগিতায় শুরু করেন গরু পালন। সংসার সামলানোর পাশাপাশি ধীরে ধীরে গড়ে তোলেন গরুর ফার্ম। বর্তমানে শহরের বড় স্টেশন এলাকায় ‘সবাই মিলে’ নামে একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন গৃহবধূ তানিয়া। এতে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। তার এ ফার্মে কাজ করছেন ছয় জন নারী-পুরুষ। খামারে বর্তমানে ১৭টি বিশালাকৃতির গরু আছে। কালুশেঠ, রাইনো, লালসাগর, লাল বাহাদুর ইত্যাদি বাহারি নামও দেওয়া হয়েছে গরুগুলোর। সবগুলো গুরু এবারের কোরবানির পশুর হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিটি গরুর দাম চাওয়া হচ্ছে দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত।

শুরুটা ছিল শখে, এখন তানিয়ার খামারে ৩৫ লাখ টাকার গরু শ্রমিকরা জানালেন, চুয়াডাঙ্গা এবং স্থানীয় হাট থেকে বাছুর সংগ্রহ করা হয়। এরপর সম্পূর্ণ অর্গানিকভাবেই গরুগুলোকে বড় করে তোলা হয়।

অ্যাগ্রো ফার্মের শ্রমিক আনোয়ারা ও হাবিব বলেন, ‘গত সাত বছর ধরে এখানে কাজ করছি। এ ফার্মের মাধ্যমেই আমাদের সংসার চলছে।’

অ্যাগ্রো ফার্মের বিষয়ে তানিয়া বলেন, ‘আমার স্বামী গরু পালতে পছন্দ করেন। এ থেকেই বিয়ের পর আমরা এখানে গরুর ফার্ম শুরু করেছি। তখন এ ফার্মের নামও হয়নি। আমরা কোরবানির জন্য দু-তিনটি করে গরু পালতাম। পরে মানুষের চাহিদার কারণে গরুর সংখ্যা বাড়িয়েছি। এখানে এখন অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি কয়েকজন নারীকেও এখানে কাজ করার জন্য উৎসাহিত করেছি। গরুগুলো আমরা খুব যত্নে লালন-পালন করছি।’

গরুর খামারের পাশাপাশি তানিয়া প্রতিষ্ঠা করেছেন ফাস্টফুট, বুটিকশপসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান তানিয়ার স্বামী ফয়সাল আহমেদ বাহার বলেন, ‘তানিয়ার নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা দেখে আমিও খুব খুশি। আমি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সময় কম পাই। তারপরও তার সব কাজে সহযোগিতা করছি, উৎসাহ দিই। বিয়ের পরই দেখলাম, সে কিছু করার বিষয়ে খুবই আগ্রহী। এ থেকেই “সবাই মিলে” নামে একটি প্রতিষ্ঠান করেছে। বর্তমানে তার একটি বুটিকশপ এবং ফাস্টফুড রেস্টুরেন্ট আছে। এছাড়া সবাই মিলে নামে অ্যাগ্রো ফার্মও রয়েছে।’

এ ধরনের উদ্যোগে সবার এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীদের স্বাবলম্বী করার করার ব্যাপারে সে আগ্রহী। আমি চাই, তার মতো সব মেয়েরা এগিয়ে আসুক। সাধ্যমতো প্রতিষ্ঠান গড়ে তুলে নিজে স্বাবলম্বী হোক, এতে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে