X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তিন দিনে ৫২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৫ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২১, ১০:৫৪আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:৫৪

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে গত তিনদিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। এর আগে, মঙ্গলবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জন মৃত্যুবরণ করেন। বুধবার মারা যান আরও ১৭ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও এক হাজার ৩১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি। 

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত তিন চট্টগ্রামে করেনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৯ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৮২২ জন চট্টগ্রাম নগরীর। বাকি ১৯ হাজার ৯২৯ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে তিন হাজার ৫১৫ টি নমুনা পরীক্ষায় এক হাজার ৩১৫ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭৩টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ১২০ জন, বিআইটিআইডি ল্যাবে ১৯৯ জন, চমেক ল্যাবে ১৫০ এবং সিভাসু ল্যাবে ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন এক হাজার ছয়টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিআরএল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২১৮ টি নমুনা পরীক্ষায় ১০৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ১১৩জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৭০টি নমুনা পরীক্ষায় ৩৪জন এবং এপিক হেলথ কেয়ারে ২৩১টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৭ টি নমুনা পরীক্ষা করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ