X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে ১২ পুলিশ আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ২০:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৪৮

কক্সবাজারের টেকনাফে রেশন কার্ড নিয়ে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে গিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১২ সদস্য আহত হয়েছেন। এ সময় সংঘর্ষে চার রোহিঙ্গা আহত হয়েছে। রবিবার (০১ আগস্ট) দুপুরে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেশন কার্ডের দাবিতে নয়াপাড়া ক্যাম্পে বিক্ষোভ শুরু করে একদল রোহিঙ্গা। বিক্ষুব্ধ হয়ে তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। সেই সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এতে ১২ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে চার রোহিঙ্গা আহত হয়।
 
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘রেশন কার্ড জটিলতার সমাধান চেয়ে রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ করছিল। পুলিশ তাদের শান্ত থাকার কথা বলে। কিন্তু তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারী রোহিঙ্গারা ১৯৯২ সালে মিয়ানমার থেকে এসেছিল। তারপর শরণার্থী হিসেবে তাদের নিবন্ধন করে নানাভাবে সহযোগিতা দিচ্ছে বিভিন্ন সংস্থা এবং সরকার।’

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (ক্যাম্প-২৫) মো. আব্দুল মান্নান বলেন, ‘রেশন কার্ড নিয়ে আমার শিবিরের কিছু রোহিঙ্গা বিক্ষোভ করেছিল। পুলিশ তাদের শান্ত থাকার জন্য বলে। কিন্তু তারা সেটি অমান্য করে সংঘর্ষে জড়ায়। এতে পুলিশ সদস্য আহত হলেও কোনও রোহিঙ্গা আহত হয়নি।’

তবে রোহিঙ্গা ক্যাম্পের নেতা নুর বশর বলেন, ‘রোহিঙ্গারা রেশন কার্ড জটিলতার সমাধান চেয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ তাদের লাঠিচার্জ করে। এতে কয়েকজন রোহিঙ্গা আহত হয়।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সংস্থা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে। এ জন্য ডব্লিউএফপির কর্মকর্তারা আলাদা করে রোহিঙ্গাদের তালিকা তৈরি করেন। চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে পুরোনো রোহিঙ্গাদের খাদ্য সহায়তার কার্ড নিয়ে নেয় সংস্থাটি। 

এরপর ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের সঙ্গে পুরোনোদের সংযুক্ত করে কার্ড বিতরণ করা হয়। কিন্তু ওই কার্ড নিয়ে আপত্তি জানিয়ে এক মাস ধরে রেশন নিচ্ছে না পুরোনো ৩৭০০ রোহিঙ্গা।

/এএম/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল