X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে পর্যটন শিল্পে চার মাসে ক্ষতি ২২ কোটি টাকা

জিয়াউল হক, রাঙামাটি
০৫ আগস্ট ২০২১, ১১:০০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:২৪

মহামারি করোনাভাইরাসের প্রকোপে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। এর থেকে বাদ যায়নি দেশের পার্বত্য এলাকার পর্যটন শিল্প। দীর্ঘদিন ধরে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ। এতে ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসায় জড়িতরা। গত চার মাসে রাঙামাটিতে হোটেল-মোটেল, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র ও ট্যুরিস্ট বোর্ডসহ বিভিন্ন খাতে ২২ কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য রাঙামাটি। কোনও আয় নেই। পর্যটন কেন্দ্র ফাঁকা। দিন যত বাড়ছে লোকসানও তত বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে বাধ্য হয়ে কর্মচারীদের বেতনও বন্ধ করে দিতে হতে পারে।

১৯৬০ সালে কাপ্তাই বাঁধ সৃষ্টির পর হ্রদকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা হাতে নেয় সরকার। এর ফলে ১৯৮৩ সালে দুই পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতু তৈরি করে যাত্রা শুরু হয় পর্যটন করপোরেশনের।

পর্যটন শিল্পে চার মাসে ক্ষতি প্রায় ২২ কোটি টাকা

বর্ষার এই মৌসুমে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে পাহাড়ের জনপদ। শহরের যান্ত্রিকতা ছেড়ে অনেকে ছুটে আসেন পাহাড়-হ্রদে ঘেরা মনোরম প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটিতে। এখানে রয়েছে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা।

রাঙামাটি পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোর্ড ইজারাদার মো. রমজান আলী বলেন, গত বছর থেকে বোর্ড মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। মাঝে কিছুদিন পর্যটক আসলেও এ বছরের ১ মে থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র আবারও বন্ধ ঘোষণা
করে জেলা প্রশাসন। আমাদের ঘাটে প্রায় শতাধিক বোর্ড রয়েছে। পর্যটক থাকলে প্রতি বোর্ডে মাসে প্রায় দুই লাখ টাকার মতো আয় হতো। তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত হিসাব করলে প্রায় আট কোটি টাকা লোকসান হয়েছে ব্যবসায়ীদের। এছাড়া বিভিন্ন ঘাটে আরও দুই শতাধিক ট্যুরিস্ট বোর্ড রয়েছে। 

পর্যকদের পদচারণায় ‍মুখর থাকতো রাঙামাটি

রাঙামাটি আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির কোষাধ্যক্ষ ইমতিয়াজ সিদ্দিক (আসাদ) জানান, এভাবে চলতে থাকলে ঋণের কারণে হোটেল বন্ধ করে দিতে হবে। শহরে হোটেল আছে শতাধিক। সরকার যেভাবে পরিবহনগুলোকে সেভাবে অর্ধেক সিট খালি রেখে চলাচলার সুযোগ দেয়, সেভাবে আমরাও চালিয়ে নিতে চাই। সবমিলিয়ে হোটেল-মোটেলে ক্ষতি প্রায় পাঁচ কোটি টাকার।

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র শহরের পলওয়েল পার্কে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। কাপ্তাই লেকের পাশে এটার অবস্থান। ভালোবাসার নিদর্শন হিসেবে এখানে একটি ‘লা‌ভ পয়েন্ট’ রয়েছে, যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় করেন।

পাহাড়ে বিধ্বস্ত পর্যটন শিল্প

পলওয়েল পার্ক সূত্র জানায়, প্রতি শুক্রবার ও বন্ধের দিনে পর্যটকদের ভিড় থাকে সবচেয়ে বেশি। প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকা আয় হতো। সেই হিসাবে বন্ধ থাকায় গত চার মাসে আট থেকে নয় কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া উপায় নেই। কারণ প্রতি মাসে অফিস স্টাফদের বেতন ও রক্ষণাবেক্ষণে যে খরচ হচ্ছে, তা চালানোর সামর্থ্য নেই আমাদের। পরিস্থিতি ভালো থাকার সময় প্রতি মাসে ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো আয় হতো। কোনও কোনও মাসে আরও বেশি হতো। সরকারের কাছে দাবি, অর্ধেক সিট খালি রেখে পর্যটক আসার ও রাখার ব্যবস্থা করে দিক।

/এসএইচ/
সম্পর্কিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী