X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১০:৫৬আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১০:৫৬

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি। হারুনের জেঠাতো ভাই নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে হারুনের মৃত্যু হয়।’

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথেই মারা যান তিনি।

হারুন ফতেহপুর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে এবং দত্তপাড়া বাজারের গোশত ব্যবসায়ী। এছাড়া তিনি বশিকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, হারুন তার বাড়ির পাশের বটের পুকুর পাড় সংলগ্ন একটি চা দোকানে বসেছিলেন। রাত প্রায় ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসী এসে তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল করিম মাসুম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। হারুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।’

জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ