X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উঠে গেছে পিচঢালাই, ৩ বছরেও হয়নি সংস্কার

মাসুদ আলম, কুমিল্লা
২৩ আগস্ট ২০২১, ২২:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২২:২২

কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পর্যন্ত দুই কিলোমিটারের সড়কের বেহাল দশা। গত তিন বছরেও সড়কটি সংস্কার হয়নি। সড়কের পিচঢালাই উঠে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের শেষ দিকে কুমিল্লার চাঁপাপুর থেকে বরুড়া পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে কুমিল্লা বিজিবি ক্যাম্প থেকে শুরু করে কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা পর্যন্ত সড়কের পাশে ড্রেন নির্মাণ শুরু করে কুসিক। ২৩ কিলোমিটার সড়কের মধ্যে সওজ অধিকাংশই সংস্কারকাজ শেষ করে। কিন্তু কুসিকের ড্রেন নির্মাণে ধীরগতিতে বেহাল হয়ে পড়া বাকি দুই কিলোমিটার সড়ক সংস্কারকাজ শুরু করতে না পারার অভিযোগ সড়ক জনপথের। 

ড্রেনের বায়না ধরে সংস্কারকাজ বন্ধ রাখার অভিযোগ করছে কুসিক। তাদের দাবি, সড়কের বাইরে ফুটপাত অতিক্রম করে কুসিক ড্রেন নির্মাণ করছে। এতে ড্রেনের সঙ্গে সড়ক সংস্কারের কি সম্পর্ক। তাদের উচিত মানুষকে না ভোগান্তিতে না ফেলে সড়কটি সংস্কার করা। 

সরেজমিনে দেখা যায়, কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বার্ড পর্যন্ত সড়কের বেহাল দশা। চলাচলের অনুপযোগী সড়কটি খানাখন্দে একাকার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বার্ড, বিজিবি ক্যাম্প, শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থান এবং সরকারি-বেসরকারি প্রায় ৩০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পথে। প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

তিন বছরেও সড়কটি সংস্কার করতে না পারায় কুসিকের ওপর দোষ চাপিয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, ২৩ কিলোমিটারের সড়কটি সড়ক ও জনপথ অধিদফতরের। সড়কের প্রায় ৮৫ ভাগ কাজ ইতোমধ্যে শেষ। ১৫ ভাগ কাজ শেষ করা যাচ্ছে না সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কারণে। কোটবাড়ি বিশ্বরোডের রাস্তার মাথা থেকে বার্ড পর্যন্ত দুই কিলোমিটার সড়কের এক পাশ দিয়ে সিটি করপোরেশন ড্রেন নির্মাণ করছে গত দুই বছর থেকে। তারা ড্রেন নির্মাণ করতে গিয়ে অধিকাংশ জায়গায় সড়ক কেটে ফেলেছে। সড়ক সংস্কারের জন্য ড্রেনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সিটি করপোরেশনকে আড়াই বছর আগে চিঠি দিয়েছি।

কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বার্ড পর্যন্ত সড়কের বেহাল দশা

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। তারা যত দ্রুত ড্রেনের কাজ শেষ করবে তত দ্রুত সড়কের সংস্কারকাজ শুরু করতে পারবো। ড্রেন নির্মাণে সড়কের ক্ষতি হয়। বারবার সংস্কার সম্ভব হবে না। 

কোটবাড়ি চাঙ্গিনী এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, গত তিন বছর ধরে দেখছি কুসিক ড্রেন নির্মাণ করছে। এর দোহাই দিয়ে সওজ সড়কটি সংস্কার করছে না। খানাখন্দে ভরা সড়কটি এখন চলাচলের অনুপযোগী। আমরা দুর্ভোগ থেকে মুক্তি চাই।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, মানুষের ভোগান্তি ও দুর্ভোগ চাই না। দুই কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার প্রয়োজন। সড়ক জনপথ ড্রেনের বায়না দেখিয়ে সংস্কারকাজ বন্ধ রেখেছে কুসিককে দোষারোপ করার জন্য। কুসিক ড্রেন নির্মাণ করছে সড়কের বাইরে ফুটপাত দিয়ে। সড়ক সংস্কারে ড্রেন নির্মাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

ধীরগতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ড্রেন নির্মাণ করতে গিয়ে আমরা কিছু বাস্তবতার মুখোমুখি হয়েছি। স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর বহুতল ভবন ও বাড়িঘর নির্মাণ করেছেন। সেগুলো সরিয়ে সড়কের পাশ দিয়ে পরিকল্পনা অনুযায়ী ড্রেন নির্মাণ করতে গিয়ে খুব বেশি সময় লেগেছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। মাস খানেকের মধ্যে ড্রেনের নির্মাণকাজ শেষ হবে।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়