X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য কিনতে ভিড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৮:০৫আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:০৫

স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পণ্য বিক্রি শুরু হয়। পণ্য কিনতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব ছিল না। গা-ঘেঁষাঘেঁষি করে পণ্য কিনেছেন সবাই।

টিসিবির কর্মীরা বলছেন, একেক দিন একেক ধরনের পণ্য বিক্রি হয়। পণ্যের সরবরাহ বৃদ্ধি হলে ভোক্তার কাছে আরও বেশি পণ্য বিক্রি সম্ভব হবে। তখন ক্রেতা আরও বাড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে মনিটরিং করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনার অপেক্ষা করছিলেন ক্রেতারা। সকাল ১০টায় টিসিবির পণ্যবাহী পিকআপভ্যান এসে পৌঁছায়। এরপর শুরু হয় বিক্রি। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৫৫ টাকা এবং তেল প্রতি লিটার ১০০ টাকা। বাজারের দামের চেয়ে কিছুটা কম হওয়ায় টিসিবির গাড়ি থেকে পণ্য কিনছে সাধারণ মানুষ।

পণ্য কিনতে আসা মো. কাউসার আলম বলেন, সকাল ৫টায় লাইনে দাঁড়িয়েছি। ১০টার পর টিসিবির গাড়ি এসেছে। সাড়ে ১০টায় পণ্য কিনেছি। একেক দিন একেক পণ্য থাকে ট্রাকে। আজ তেল, চিনি ও ডাল বিক্রি করা হয়েছে। দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার তেল কিনেছি ৪২০ টাকায়। বাজারে যে দাম তার চেয়ে কমে এখানে পণ্য পাওয়া যায়।

স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি

আরেক ক্রেতা মো. হারুন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছি। বাজারের দামের চেয়ে এখানে একটু কম। দাম কম থাকায় মানুষের ভিড়। এ জন্য সকালে এসে লাইনে দাঁড়াতে হয়। আজ তেল, চিনি ও ডাল বিক্রি করা হয়েছে।

টিসিবির ডিলার আলী ট্রেডার্সের ম্যানেজার মো. রনি বলেন, সাধ্যমতো পণ্য বিক্রি করছি আমরা। আজ তেল ৮০০ লিটার, ডাল ৪০০ কেজি ও চিনি ৫০ কেজি বিক্রি করেছি। মানুষের ভিড় থাকায় শেষের দিকে অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন। সরকার যদি চাহিদা অনুযায়ী পণ্য দেয় তাহলে আরও বেশি বিক্রি করতে পারবো।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করা হয়। ডিলাররা যেন পণ্য মজুত করতে না পারে এবং ট্রাকে যেন নিয়মিত পণ্য বিক্রি করা হয় সেটি তদারকি করা হচ্ছে। 

/এএম/
সম্পর্কিত
কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
টিসিবি পণ্যের দাম বাড়লো
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
সর্বশেষ খবর
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন