X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা! 

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১২:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১২:৫৭

খাগড়াছড়ির রামগড়ে এক রাতে রাতে দুটি বাগানের অন্তত তিন হাজার ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম মাহবুব নগর গ্রামের কৃষক আব্দুর রহিম ও জামাল মেম্বারের বাগানে এই ঘটনা ঘটে। একটিতে পূর্ব শত্রুতার জের ও অন্যটি ইউপিডিএফকে দায়ী করছেন ভুক্তভোগী কৃষকরা। এতে  দুই বাগানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম বলেন, প্রায় ১০ একর জায়গা জুড়ে ১৫০০ ফলের গাছ রোপণ করেছিলেন তিনি। পেঁপে, আম এবং মাল্টা ফলের চারা দিয়ে বাগান সাজিয়েছিলেন তিনি। আর এ জন্য ঋণ করে করোনালে ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন।  

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মনির বিভিন্নভাবে আমার জমি দখলের চেষ্টা করে আসছিলো। বিভিন্ন সময় জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে। জমি ছেড়ে না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মনির এবং তার সহযোগী হাসান, শান্ত, সুফিয়ানসহ আরও অনেকে বাগানের ফলগাছ কেটে ফেলেছে। বাগানে দেড় হাজার ফলের গাছ ছিল বলে দাবি করেন তিনি। 

 জামাল মেম্বার নামে আরেক কৃষক জানান, তিনি ১৫শ’ আনারস ও আমের চারা রোপণ করেছিলেন। চাঁদা পরিশোধ করেও তিনি বাগান রক্ষা করতে পারেননি।  রাতে একদল অস্ত্রধারী বাগানের সবগাছ কেটে ফেলে। তিনি এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করছেন।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সঙ্গ জড়িত নন বলে দাবি করেন। 

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর বলেন, দুটি ঘটনার বিষয়েই জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!