X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জমি দখল নিয়ে সংঘর্ষে ১০ জন হাসপাতালে 

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ২২:২০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:২০

কুমিল্লার দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নূর নবী (৩৫), আবু মুছা (২৯), বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২১), মৃত আলী হোসেনের ছেলে মো. শাহ আলম (৯০), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মতিন, মৃত আলী হোসেনের ছেলে আব্দুল হোসেন (৫৫) ও ময়নাল হোসেনসহ (৪৫) ১০ জন।

স্থানীয় আব্দুল ওয়াদুদ ও মো. ফরিদ উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির ২ শতাংশ খালে চলে যায়। বাকি ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন ৮ শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি কেনেন। 

আলী হোসেনের ৮ শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৭ শতাংশ জমি কিনে নেয়। বাকি এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিমের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আব্দুল মতিন দাবি করছেন, ওই এক শতাংশ জমি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করা। তবে ময়নাল হোসেনের দাবি, ওই জমি বিক্রি করা হয়নি। ওই জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় এক পক্ষ অভিযোগ দিয়েছে। অন্য পক্ষ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ