X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘করোনা নিয়ন্ত্রণে এলে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্যুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, ‘গত চার মাসে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। রেলপথে আমদানি-রফতানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।’

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই দেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। ফ্যামিলি ভিজিট, ব্যবসা, চিকিৎসাসহ অনেক ভিসা চালু আছে। বিমান যোগাযোগ শুরু হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্যুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।’

করোনার টিকার বিষয়ে তিনি বলেন, ‘ভারতে টিকা উৎপাদন বেড়েছে। আশা করছি, চুক্তিমতো বাংলাদেশকে টিকা দেওয়া যাবে। কখন দেওয়া যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিষয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা বেনাপোলের মতো উন্নত সুবিধা আগরতলা স্থলবন্দরে প্রচলনের চেষ্টা করছি। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। আমরা এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। আইসিপি হয়েছে। এখন সড়ক বড় হবে। পার্কিংয়ের এরিয়া বাড়ানো হবে। আখাউড়া-আগরতলা রেললাইনের কাজের গতি কোভিড পরিস্থিতির কারণে কম। এখন কাজ চলছে। আগামী বছরের (২০২২ সালের) ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হতে পারে।’

তিনি সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে নিজ দেশের আসামে যান। এর আগে, ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান- ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে