X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ছাগলের দুধে বেড়ে উঠছে সাদা বাঘের শাবক

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ২৬ আগস্ট দেশের একমাত্র সাদা বাঘ শুভ্রা জন্ম দেয় একটি ডোরা কাটা শাবক। তবে জন্মের পর থেকেই মায়ের বিমাতা সুলভ আচরণের কারণে শাবকটি বড় হচ্ছে চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে। গত ২৩ দিন ধরে বাঘ শাবকটিকে লালন পালন করছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। মায়ের দুধের পরিবর্তে ছাগলের দুধ খেয়ে বেড়ে উঠছে বাঘ শাবকটি। 

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, একটি বাঘ মূলত আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চার জন্ম দিতে পারে। সে হিসাবে তিন বছরের মাথায় এবার প্রথমবার বাচ্চা এল শুভ্রার ঘরে। সমস্যা হলো বাচ্চার জন্ম দিলেও লালন পালনে খুব একটা আগ্রহী নয় মা। অন্যদিকে বাঘের বাচ্চার মৃত্যুহার অনেক বেশি। তাই আমরা মায়ের কাছ থেকে আলাদা করে বাচ্চাটির যত্ন নিচ্ছি।

 

কীভাবে লালন পালন করছেন জানতে চাইলে তিনি বলেন, আগের আমরা জো বাইডেন নামে আরেকটি বাঘ শাবককে লালন পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বাঘ শাবকটিকেও লালন পালন করা হচ্ছে। বাঘ শাবক দুই মাস পর্যন্ত দুধ খেয়ে বড় হয়। এরপর আস্তে আস্তে তারা মাংস খাওয়া শিখে। তাই প্রথম মাস আমরা শাবকটিকে ছাগলের দুধ খাইয়ে বড় করবো। এরপর তাকে মাংস দেওয়া হবে। তখন আস্তে আস্তে দুধ খাওয়া কমিয়ে দেবো। এরপর পাঁচ মাস বয়সে শাবকটি যখন মাংস খাওয়া শিখে যাবে তখন আমরা শাবকটিকে মায়ের সঙ্গে চিড়িয়াখানার খাঁচায় ছেড়ে দেবো। 

গরুর দুধ না দিয়ে ছাগলের দুধ কেন দেওয়া হচ্ছে, জানতে চাইলে শাহাদাত হোসেন শুভ বলেন, গরুর দুধ খেয়ে বাঘ শাবক হজম করতে পারে না। গরুর দুধ খেলে তারা অসুস্থ হয়ে পড়ে। গত বার জো বাইডেনকে গরুর দুধ খাইয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই এবার আমরা সেই ভুল করছি না। ছাগলের দুধ তুলনামূলক নিরাপদ। তাই শাবকটিকে ছাগলের দুধ খাওয়ানো হচ্ছে। বাচ্চাটিকে প্রতিদিন চারবার করে দুধ খাওয়াতে হয়। বাচ্চাটি একবার ৫০ থেকে ৭৫ মিলিমিটার দুধ পান করে।

তিনি আরও বলেন, শাবকটি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছে, তার শারীরিক কোনও জটিলতা এখনও পাইনি। আমরা প্রতিদিন গোসল করাচ্ছি। প্রস্রাব-পায়খানা করলে পরিষ্কার করছি। এছাড়া খুব বেশি তাপমাত্রায় বাঘের শাবক থাকতে পারে না, তাই ঘরের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস রাখার ব্যবস্থা করেছি। আশা করছি জো বাইডেনের মতো এই বাঘ শাবকটিকেও সুস্থভাবে লালন পালন করে তার মায়ের সঙ্গে ছেড়ে দেওয়া সম্ভব হবে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন বাঘ শূন্য থাকার পর ২০১৮ সালে আফ্রিকা থেকে রাজ ও পরী নামের দুটি বাঘ আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সে বছর ১৯ জুলাই পরীর গর্ভে জন্ম নিয়েছিল বিরল প্রজাতির শুভ্রা। বেড়ে উঠার তিন বছরের মাথায় গত ২৬ আগস্ট একটি ডোরা কাটা শাবক জন্ম দেয় শুভ্রা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে ১০- এ দাঁড়িয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার