X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‌‘সূত্রহীন’ হত্যার রহস্য উদঘাটন ৭ দিনে

কুমিল্লা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:০২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে নিজ বাড়িতে মাজেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার সাত দিনের মধ্যে জড়িতদের শনাক্ত করেছে। এরপর প্রধান আসামি রনিকে (২২) গ্রেফতার করেছে পিবিআই। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আলোচিত এই হত্যাকাণ্ডে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক মো. তৌহিদুর রহমানসহ পরিদর্শক আবদুল্লাহ আল মাহফুজ, মো. মতিউর রহমান ও হিলাল উদ্দিন  উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, আলোচিত এই মামলাটি ছিল একেবারেই ক্লু-লেস। পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের দিক নির্দেশনায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করি। মামলার তদন্ত শুরুর মাত্র সাত দিনের মধ্যে গত সোমবার বিকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িত জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানি গ্রামের মিজানের ছেলে রনিকে গ্রেফতার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে রনি পিবিআইকে জানান, তিনজন মিলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল ওই নারীর জমি বিক্রির টাকা লুট করা। কিন্তু ঘরে কোনও টাকা ছিল না। আর তারা অনেকগুলো গহনা লুট করলেও কানের দুল ছাড়া সব ছিল ইমিটেশন। কানের দুল সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করেন। হত্যার সময় মাজেদা নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ঘাতক রনির আঙুলে কামড় দিয়েছিলেন। রনির আঙুলে সেই দাগও রয়েছে।

পুলিশ সুপার বলেন, মামলার অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রনিকে কুমিল্লার আদালতে পাঠানো করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কুমিল্লার দেবীদ্বারে মাজেদা বেগম নামে এক গৃহবধূর পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, মাজেদার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। ছেলেরা কুমিল্লা ও গাজীপুরে থাকেন। মেয়েরা থাকেন শ্বশুরবাড়িতে। বাড়িতে তিনি একাই থাকতেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?