X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের আদালতপাড়ায় ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম সংবাদদাতা
২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬

চট্টগ্রাম নগরের আদালতপাড়া খ্যাত পরীর পাহাড়ে নতুন করে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার  (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতরের (চট্টগ্রাম মহানগর) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম জেলার আন্দরকিল্লা মৌজার ১.৮০৮৪ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে কোনও স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না।’

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি। সেখানে আন্দরকিল্লা মৌজার টিলা শ্রেণির ওই ভূমিতে নতুন করে স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা রয়েছে।’

গত ২৮ নভেম্বর আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনা অপসারণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। চিঠিতে তালিকা অনুযায়ী এসব অননুমোদিত স্থাপনা পাহাড় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে উচ্ছেদ করতে বলা হয়। এ ছাড়া ইতোমধ্যে নির্মিত ভবনগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে কিনা তা যাচাই করতে বলা হয়। একই সঙ্গে আদালত ভবনের সামনে একমাত্র ফাঁকা জায়গায় নতুন অবকাঠামো নির্মাণ না করতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত এবং অনুমোদনহীন স্থাপনা অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়