X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যে সব ঘটনায় বছরজুড়ে আলোচনায় কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ১০:৫৪আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:৫৫

বিদায়ী বছরে নানা ঘটনায় খবরের শিরোনাম হয়েছে কুমিল্লা। সবচেয়ে আলোচিত ছিল পূজা মণ্ডপে কোরআন রেখে বিশৃঙ্খলা সৃষ্টি এবং কাউন্সিলরসহ জোড়া খুন ও চার রাজনীতিবিদের মৃত্যুর ঘটনা।

পূজা মণ্ডপ কাণ্ড: ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপে কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কিছু পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরেদেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে ঘটনার মূল হোতা ইকবালকে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

 কাউন্সিলর সোহেলসহ জোড়া খুন: কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এছাড়া আরও চার জন হন গুলিবিদ্ধ। ২২ নভেম্বর বিকালে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। নিহত সৈয়দ মো. সোহেল কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হরিপদ সাহা ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

১০০ জনকে টিকা দেন কাউন্সিলর: নিজ কার্যালয়ে ডেকে নিয়ে অন্তত ১০০ জন মানুষের শরীরে টিকা পুশ করেন কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর নাদিয়া নাসরিন। ৯ আগস্ট এই ঘটনা ঘটে। টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা– সমালোচনা হয়।  নাদিয়া নগরীর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। ৯ আগস্ট নগরের গাংচর এলাকার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মডার্নার ওই টিকা পুশ করেন।

শ্রেণিকক্ষে টিকটক ভিডিও শ্রেণিকক্ষে টিকটক: শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করে বিপাকে পড়েন কুমিল্লার পাঁচ শিক্ষার্থী। কুমিল্লার টমসম ব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্রীর টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে অভিযোগ উঠে ওই পাঁচ ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। 

এএসপি জুয়েল রানা বদলি: আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখা কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানাকে সিলেটে বদলি করা হয়। সম্প্রতি নানা ইস্যু নিয়ে তার বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে গত রবিবার এক প্রজ্ঞাপনে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে তাকে বদলির আদেশ আসে। বদলির ১০ মাস আগে তিনি কুমিল্লায় যোগদান করেছিলেন। মাত্র কয়েক মাসে তার নানাবিধ কর্মকাণ্ডে তিনি কুমিল্লাবাসীর মন জয় করে নেন। সম্প্রতি চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনে ভোট ইস্যুতে তার একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে জুয়েল রানা বলেন, ‘আপনি নৌকার প্রার্থী হয়েছেন বলেই চেয়ারম্যান হয়ে যাবেন, বিষয়টি এমন না। আমি যেখানে ডিউটি করেছি নৌকা পেয়েছে ২৫১ ভোট। কিন্তু নৌকার প্রার্থী বলতে পারেননি ভোট সুষ্ঠুু হয়নি। শুধু নৌকা নিয়ে এলেই, টাকা-পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয়-স্বজন হলে নির্বাচনে জয় লাভ করা যাবে না।’ 

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্র অনেকে দখল করতে আসেন, চোর ধর্মের কথা শোনে না। কুত্তার লেজ সোজা হয় না। আমাদের অস্ত্র রেডি আছে, প্রশিক্ষণ আছে, সরকার গুলি দিছে, অর্ডার আছে। আইন লঙ্ঘন হচ্ছে। আমরা কি বসে থেকে ফিডার খাবো? গুলি করবো, হাত-পা যদি দুই-চার জনের উড়ে যায়, আমাদের কারও কাছে জবাবদিহি করতে হবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যে তিনি নির্বাচন সুষ্ঠু করার জন্য সতর্কতামূলক দিক-নির্দেশনা দেন। সাধারণ মানুষের ধারণা এই বক্তব্যের কারণে তাকে বদলি করা হয়েছে। 

 আব্দুল মতিন খসরুর বিদায়: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গেলো বছর। ১৪ এপ্রিল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। ১ এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন আব্দুল মতিন খসরু। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করেন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিন খসরু। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

অধ্যক্ষ আফজল খানের প্রয়াণ: কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানও মারা গেছেন ২০২১ সালে। বঙ্গবন্ধুর খুব কাছের লোক বলে পরিচিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।  অধ্যক্ষ অ্যাডভোকেট আফজল খান কুমিল্লার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক। বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে তার। তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে আফজল খান ৬৯-এর গণআন্দোলন ও ৭১-এ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 

আলী আশরাফ এমপির মৃত্যু: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান ২০২১ সালে। ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  পিত্তথলির পাথর অপারেশনের জন্য ২ জুলাই আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে ওই দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।

অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যু: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদারও ২০২১ সালে মারা যান। ২৭ অক্টোবর সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদকও ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পরে তাকে নিজ গ্রাম লাকসামের শানিচোতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কুসিকের সর্বোচ্চ বাজেট: ২০২১ সালে কুমিল্লা সিটি করপোরেশনকে এক হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক)। ৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কুমিল্লা সিটি করপোরেশন সূত্রমতে, কুমিল্লা সিটি করপোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়। যা ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। নতুন এ প্রকল্পে ২১ হাজার ৩৬০ বর্গমিটার আধুনিক নগর ভবন, ১০ হাজার ৩৪৯ বর্গমিটার সেবক কলোনি নির্মাণ, এক হাজার ৭০ বর্গমিটার আঞ্চলিক অফিস বর্ধিতকরণ, ২২ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুরে ৪০ হাজার ৪৭৪ বর্গমিটার ট্রাক টার্মিনাল স্থাপন, আট হাজার ১৯৫ বর্গমিটার চকবাজার বাস টার্মিনাল উন্নয়ন, ১০ একর ভূমি অধিগ্রহণ ও ৮০ হাজার ৯৫৭ ঘনমিটার ভূমি উন্নয়ন, পুরাতন গোমতী নদীসহ ডিসি পুকুর ও রাজবাড়ি পুকুরের সৌন্দর্যবর্ধন। পুরাতন গোমতী নদীকে ঘিরে হাতিরঝিলের আদলে সৌন্দর্য বর্ধনের কথা রয়েছে। ১৪৬টি কবরস্থান উন্নয়ন, সাতটি পাবলিক টয়লেট নির্মাণ, ৩০৫ দশমিক ১৪ কিলোমিটার রাস্তা, ২০৩ দশমিক ০৯ কিলোমিটার ড্রেন এবং ১৩ দশমিক ৮৩ কিলোমিটার ফুটপাত নির্মাণসহ কিছু যানবাহনও কেনার কথা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
ফুটবলের সামনে পাঁচ গোল
নতুনের কেতন উড়ছে ক্রিকেটে
এ বছর প্রযুক্তির যত ব্যর্থতা
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ