X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

থানা কমপাউন্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২১:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:৫৮

নোয়াখালীর সুধারাম মডেল থানা কমপাউন্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশের কনস্টেবল গ্রেফতার মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) বিকালে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী। এদিকে, ভুক্তভোগী নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় করতে অনীহা প্রকাশ করায় তা করা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ব্যক্তিগত কাজে নোয়াখালী জেলা শহর মাইজদীতে আসেন ওই তরুণী। শহরে অবস্থানকালে তার অর্থের সংকট দেখা দিলে পরিচিত সিএনজিচালক মো. কামরুলের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে দুই সহযোগী আবদুল মান্নান ও নুর হোসেন কালুসহ কামরুল ওই তরুণীকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেনের কাছে নিয়ে যায়। এ সময় তাদের সহযোগিতায় অভিযুক্ত মকবুল তরুণীকে ট্রাফিক পুলিশের বাবুর্চি আবুল কালামের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ভুক্তভোগী সুধারাম মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ ঘটনার পর দিন ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে সুধারাম মডেল থানা পুলিশ অভিযুক্ত কনস্টেবলসহ চার জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও নোয়াখালী সদরের ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন (৩২), বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে সিএনজিচালক মো. কামরুল (২৫), একই উপজেলার অনন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নুর হোসেন কালু (৩০) এবং সদর উপজেলার দাদপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল মান্নান (৪৯)।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদরদফতর) মুরতাহিন বিল্লাহকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে  পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগীকে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনি পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। এতে পরীক্ষা করা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা করতে অনীহা প্রকাশ করায় সেটি হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধরাম থানার ওসি (অপারেশন্স) মিজানুর রহমান পাঠান জানান, ভুক্তভোগী শনিবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর জাহানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। রবিবার ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ