X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্ত্রীর আপত্তিকর ছবি দেখিয়ে স্বামীকে ব্ল্যাকমেলের চেষ্টা, যুবক গ্রেফতার

চট্টগ্রাম সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২২, ২৩:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২৩:৩৬

স্বামীকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে স্ত্রীর আপত্তিকর ছবি দেখান পরিচিত এক যুবক। পাশে থাকা স্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যও করেন তিনি। অভিযোগ দেওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় বাঁশখালী উপজেলার সাধনপুর থেকে রবিউল আলম (২২) নামে ওই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিউল বাঁশখালীর দক্ষিণ সাধনপুর এলাকার দিদারুল আলমের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সোমবার (১৭ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, মেয়েটির বিয়ের আগে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল। বখাটে প্রকৃতির হওয়ায় তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। মেয়েটিও ওই ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না। পরে অন্য ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। এতে অভিযুক্ত রবিউল প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সে বিয়ের আগেই হুমকি দিতে থাকে অন্য কারও সঙ্গে বিয়ে হলে তার সঙ্গে তোলা ছবিগুলো স্বামীকে দেখাবে। বিয়ের পর থেকে রবিউল মেয়েটির ছবি ফেসবুকে দেওয়া ছাড়াও নানাভাবে ছড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। 

গত ৬ ডিসেম্বর ওই গৃহবধূ আত্মীয়-স্বজনসহ শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশখালীর গুণাগরি বাজারে রবিউল মোটরসাইকেল যোগে এসে তাদের বহনকৃত সিএনজি অটোরিকশার গতিরোধ করে। মেয়েটিকে অটোরিকশা হতে নামতে বলে। স্বামী অটোরিকশা থেকে নেমে কারণ জিজ্ঞেস করলে তাকে আপত্তিকর কিছু ছবি দেখিয়ে স্ত্রী সম্পর্কে অশালীন কথা বলতে শুরু করে। এরপর গত ৭ জানুয়ারি ফেসবুকে দেখা যায়, গৃহবধূকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি রবিউলের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি পোস্ট করা হয়। এতে তাদের সামাজিকভাবে মানহানি করা হয়। এ ঘটনায় গত ৯ জানুয়ারি নগরের পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে র‌্যাব অফিসেও সরাসরি এসে অভিযোগ দেন ওই দম্পতি। এরপর র‌্যাব রবিউলকে গ্রেফতার করে। 

গ্রেফতারের পর তাকে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট