X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘টাকা আমি একা নিই না, অনেককে দিতে হয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ২২:১৫আপডেট : ০৪ মার্চ ২০২২, ২২:১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আলমগীর মিঞা চৌধুরী একটি ভিডিও শুক্রবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ঘুসের টাকা টেবিলে রাখা। তাকে বলতে শোনা গেছে, ‘টাকা আমি একা নিই না। অনেককে দিতে হয়। এমনকি অ্যাসিল্যান্ডও (সহকারী কমিশনার, ভূমি) নেন। সরকার একটা আইন করে রাখলেও এটাই স্টাইল।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আলমগীর মিঞা নিজ কার্যালয়ে বসে কাজের বিনিময়ে টাকা দাবি করে এর ব্যাখ্যা দেন। ঘুস হিসেবে পাওয়া ৫০০ টাকার নোট দেখিয়ে তিনি বলেন, ‘এখান থেকে আমি ২০০ টাকা পাবো।’ নাসিরনগরের এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার সন্ধ্যায়ও ভিডিওটি দেখা যায়।

ভিডিওতে তিনি বলেন, ‘দোড়াদৌড়ি যখন করতেন না আপনি আমারে না জিগাইয়া ডিড রাইটাররে (দলিল লেখক) জিগান তারা কত টেহা দেই। আপনে অত টেহাই দিবেন। আমি খুলাখুলি বলি, আমরা জমা দিলে তো সিস্টেমে অইয়া জাগা। এই সিস্টেমের জন্য অত দেওন লাগে। ছয়-সাত জনে পায়।’ সামনে বসে থাকা গ্রাহকের প্রশ্নের জবাবে সহকারী কমিশনারও ‘টাকা পান’ উল্লেখ করে বলেন, ‘ইতা কইলে তো হারাপ কতা। কইবো যে তাইনে বইয়া বইয়া আমার বদনাম করে।’

এ ঘটনায় তহশিলদার আলমগীর মিঞার বিরুদ্ধে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন ভলাকুট গ্রামের শামীম আহমেদ নামে এক ব্যক্তি। এতে আলমগীর মিঞার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি, খাজনা ও নামজারির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর মিঞা সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় কেউ এ ভিডিওটা করে সাংবাদিকদেরকে দিয়েছে। ভিডিও করার আগে একজন ৫০০ টাকার খাজনা দিয়ে গেছে। এই টাকার থেকে ২০০ টাকা ফেরত দিয়েছি। মূলত ভিডিওটি এডিট করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ হাতে পেলে এর জবাব দেবো।’

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার মো. মেহেদি হাসান খান শাওন বলেন, ‘ভিডিওটি আমি গতকাল পেয়েছি। ভিডিওতে যিনি কথা বলছেন, তিনিসহ দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে
সর্বশেষ খবর
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে