X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ২৩:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০০:২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে স্থানীয় মো. শফিক, সারোয়ার, বেলাল, সুলতান ও পুলিশের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে বেলালের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, টমটমে যাত্রীদের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুলতান আজম দলীয় প্রভাব দেখিয়ে অবস্থান তৈরির চেষ্টা করছিল। এ অবস্থায় মৌলভীপাড়া ও পাহাড়পাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে সুলতানের সঙ্গে সাইফুল ইসলামের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে সাইফুলকে মারধর করেন সুলতান আহমদ। এ সময় সাইফুল ইসলামকে বাঁচাতে তার চাচা বেলালসহ অন্যরা এগিয়ে আসেন। সুলতান আহমদকে তারা ধাওয়া দেন। একপর্যায়ে বিপুল সংখ্যক লোকজন নিয়ে আবারও ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলাম ও তার চাচা বেলালকে মারধর করেন সুলতান। খবর পেয়ে সাইফুলের পাড়ার লোকজনও এগিয়ে আসেন। 

এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দা, ছুরি, রড এবং লাঠিসোঁটাসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় তিনটি বাড়ি ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। একপর্যায়ে র‌্যাব সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. যায়েদ হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের একজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দুই পক্ষের লোকজন যখন জড়ো হন তখন আমাকে অনেকে ফোন করে বিষয়টি জানান। আমি টেকনাফ মডেল থানাকে অবহিত করি। আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালাই। পরবর্তী সময়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা বলেন, 'সকালে একটি টমটমের বিষয় নিয়ে বাজারে কথা কাটাকাটি হয়। বিকালে এটি সংঘর্ষ পরিণত হয়। ঘটনা শুনে পুলিশকে অবহিত করি। পরে ঘটনাস্থলে পুলিশসহ আমরা সবাই মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। উভয় পক্ষের লোকজন আমার পরিচিত ছিলেন। এ সময় কয়েকজন আহত হন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইসার খসরু বলেন, সংঘর্ষ থামার পরও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকা নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী