X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অনলাইনে ২০টি এসি কিনে টাকা না দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

জিয়াউল হক, রাঙামাটি
২১ এপ্রিল ২০২২, ২৩:২৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২৩:২৭

রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের কাছে ২০টি এসি বিক্রি করে টাকা না পেয়ে কয়দিন ধরে ঘুরছেন ঢাকার এক ব্যবসায়ী। বিক্রি করা এসির দাম সাত লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে অগ্রিম এক লাখ টাকা পেলেও বাকি টাকা বকেয়া পাওনা রয়েছে। এই বিষয়ে বুধবার (২০ এপ্রিল) রাতে রাঙামাটির কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান মিয়া।

অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিনুর রহমান ও শাহীন হায়দার নামে ঢাকার এক ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের নিকটবর্তী নির্মিতব্য ‘হোটেল সোনার বাংলা’ থেকে সেই ২০টি এসি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির আহমেদ বলেন, ‘যেহেতু বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং আমরা লিখিত অভিযোগ পেয়েছি তাই আপাতত এসিগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলে টাকার সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তারপর বাকি সিদ্ধান্ত।’

সাকিরা ইলেকট্রনিকস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ভুক্তভোগী মো. হান্নান মিয়া জানান, তিনি ঢাকা মিরপুরে সাকিরা ইলেট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানের মালিক এবং মূলত এসির ব্যবসা করেন। সম্প্রতি বিক্রয় ডটকমের মাধ্যমে শাহীন নামের এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য মাওরুম ট্রেডার্সের মাধ্যমে ২০টি এসি সরবরাহ করতে বলে। তারপর মহসিন ও শাহীনের সঙ্গে দফায় দফায় কথার মাধ্যমে এক লাখ টাকা অগ্রিম নেন। ‘ক্যাশ অন ডেলিভারিতে’ প্রথম দফায় ৯টি এবং দ্বিতীয় দফায় ১১টি এসি সরবরাহ করার করা হয়। কথা ছিল, মালামাল রাঙামাটি পৌঁছালে নগদে টাকা পরিশোধ করা হবে।

তিনি বলেন, ‘কিন্তু ১৭ এপ্রিল প্রথম দফায় মিডিয়া ব্র্যান্ডের ৯টি এসি রাঙামাটি পৌঁছালে ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন সেই এসিগুলো রিসিভ করে এবং বাকি এসিগুলো পাওয়ার পর টাকা শোধ করবে বলে জানায়। পরদিনই আমি বাকি ১১টি এসি পাঠাই। কিন্তু এসিগুলো রাঙামাটি আসার পর তারা জোরপূর্বক নামিয়ে রাখলেও টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং আমাকে চিনে না বলে জানায়। একইসঙ্গে টাকার বিষয়ে মহসিনের যোগাযোগ করতে বলে। মহসিনের সঙ্গে যোগাযোগ করলে সে শাহীনের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু শাহীন আমাকে আগেই জানিয়েছিল যে, মালামাল রাঙামাটি পৌঁছালে নগদেই পার্টি (সুজন) পরিশোধ করবে। অথচ এখন আমার টাকা না দিয়ে টালবাহানা করছে তারা। গত দুই দিন আমি রাঙামাটির বিভিন্ন জনের কাছে গেছি, সবার সহযোগিতা চেয়েছি।’

যোগাযোগ করা হলে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিনুর রহমান বলেন, ‘এসি আমি অর্ডার করেছি এটা সত্য এবং এসিগুলো আমি সুজনের কাছে বিক্রির জন্যই অর্ডার করেছি। কিন্তু যার মধ্যস্থতায় অর্ডার করেছি সেই শাহীনের সঙ্গে আমার কিছু ব্যবসায়িক লেনদেন আছে। তার কাছে আমি টাকা পাই। তাই হান্নান মিয়ার টাকার বিষয়ে আমি কিছু জানি না।’

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, ‘আমি সোনার বাংলা হোটেলে এসি সরবরাহের কাজ নিয়ে মহসিনকে অর্ডার করেছি, সে কোথা থেকে কার কাছ থেকে এসি এনেছে আমি জানি না। আমি মালামাল পেয়েছি, বুঝে নিয়েছি। মহসিনকে আমি টাকা দিয়েছি, বাকি কিছুই আমার জানা নেই।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ওই লোক আমাকে জানানোর পর আমি তাকে পুলিশ সুপারের কাছে পাঠিয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি