X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দুই পরিবারকে একঘরে করে রাখার অভিযোগে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৬:০৩আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৬:০৯

ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাছামেরুং এলাকার দুই পরিবারকে প্রভাবশালীরা একঘরে রাখার অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতে মামলায় হয়েছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে এই মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হালিমা খাতুন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকীকে নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী হালিমা আক্তার জানান, চলতি বছরের ১ মার্চ তাদের এলাকার প্রভাবশালী সাগর আলী, হোসেন আলী, আবদুর রহিম, আবদুর রশিদসহ আরও ১০/১৫ জন সাঙ্গপাঙ্গরা মিলে তার এবং ইউনুছ আলীর পরিবারকে এক ঘরে করে রেখেছেন। ফলে এই দুই পরিবারের সদস্যরা এলাকার অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, মিশতে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, বাজার সদাই করতে, এমনকি মসজিদে যেতে পর্যন্ত বাধা দিচ্ছেন প্রভাবশালীরা।

একঘরে রাখার ফলে তারা মানবেতর জীবনযাপন করায় গত ৬ মার্চ তারা দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত দিলে তিনি তা নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যানকে দেন। দরখাস্ত দেওয়াতে সাগর আলীর নেতৃত্বে প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল তাকে এবং তার পরিবারের অপর সদস্যদের মারধর ও হয়রানি করে। এই বিষয়ে থানায় গেলেও থানা কর্তৃপক্ষ কোনও মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আরেক ভুক্তভোগী ইউনুছ আলী জানান, প্রভাবশালী কয়েকজনের সঙ্গে ভূমি নিয়ে হালিমা খাতুনের স্বামী আলী হোসেনের সঙ্গে বিরোধ। এই বিষয়ে প্রতিবাদ করায় সমাজপতিরা অন্যায়ভাবে তাদের দুই পরিবারকে বহিষ্কার করে রেখেছেন। এর বিচার করার দাবি জানান তিনি।

প্রভাবশালী সাগর আলী দাবি করেন, ‘ভূমি বিরোধ নয় বরং এই দুই পরিবারের সদস্যদের নানান অনৈতিক কার্যকলাপ, অহেতুক এলাকাবাসীর নামে মামলা মোকদ্দমা করার কারণে তাদেরকে নিয়ম-শৃঙ্খলায় ফেরাতে কিছু বিধি-নিষেধ মৌখিকভাবে দেওয়া হয়েছে।

সমাজ থেকে বহিষ্কার করলে তারা সমাজে কীভাবে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাও কেউ তাদেরকে মারধরও করেনি, বাধাও দেয়নি।’

দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহমেদ এই ধরনের কোনও অভিযোগ পাননি উল্লেখ করে বলেন, ‘ভুক্তভোগীরা থানায় না এলে, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানালে প্রতিকার কীভাবে পাবে?’

দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, ‘ভুক্তভোগী পরিবারের সদস্যরা দরখাস্ত দেওয়ার পরে তিনি বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি এত দিনে সমাধান হয়ে যাওয়ার কথা।’

মেরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। ব্যস্ততার কারণে বিষয়টি সমাধানে সময় লাগছে। তবে যেহেতু গতকাল একই বিষয়ে মামলা হয়েছে, তিনি স্থানীয় মেম্বারসহ বিষয়টি নিয়ে খুব দ্রুত বসে সমাধান করে দেবেন এবং তা আদালতকেও জানান।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল