X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২২, ২১:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২১:৩৫

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির জন্য প্রস্তুত চট্টগ্রাম রেল স্টেশন। শনিবার (২৩ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম নতুন রেল স্টেশনের কাউন্টারে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারি রোধে স্টেশন এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি থাকবে রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব।

চট্টগ্রাম রেলওয়ে সূত্র জানায়, এবার চট্টগ্রাম থেকে ১০টি আন্তনগর ট্রেনের সঙ্গে চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে শনিবার (২৩ এপ্রিল) দেওয়া হবে ২৭ এপ্রিলের যাত্রার টিকিট, রবিবার (২৪ এপ্রিল) দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হবে ২৯ এপ্রিলে টিকিট, মঙ্গলবার (২৬ এপ্রিল) দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং বুধবার (২৭ এপ্রিল) দেওয়া হবে ১ মে যাত্রার অগ্রিম টিকিট।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার ইতি ধর বলেন, ‘শনিবার থেকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০টি আন্তনগর এবং দুটি চাঁদপুরগামী স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। টিকিটের ৫০ শতাংশ দেওয়া হবে অনলাইনে, বাকি ৫০ শতাংশ দেওয়া হবে কাউন্টারে। চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। আশা করছি, এবার ট্রেনে অনেক বেশি যাত্রী বহন করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইন্টারনেটে ই-টিকিট এবং কাউন্টারে টিকিট পাওয়া যাবে। “টিকিট যার ভ্রমণ তার” রেলওয়ের এ স্লোগান বাস্তবায়নে টিকিট নেওয়ার সময় জমা দিতে হবে এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে নয়, কাউন্টার থেকে কিনতে হবে।’

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, যাত্রীরা কাউন্টার থেকে কোনও ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই টিকিট কিনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘১ থেকে ৮ নম্বর কাউন্টারে পৃথক পৃথক ট্রেনের টিকিট দেওয়া হবে। ১ নম্বর কাউন্টারে নারীদের ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বর কাউন্টারে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট পাওয়া যাবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘শনিবার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ কারণে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক বেশ কিছু প্রদক্ষেপ নেওয়া হয়েছে। কাউন্টারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী বলেন, ‘সব যাত্রী যাতে নির্বিঘ্নে কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন সেজন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশ সব সময় জিরো ট্রলারেন্সে আছে। স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি রোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা থাকবে। টিকিট কালোবাজারিকে আইনের আওতায় আনা হবে।’ 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর (সিআই) সালামত উল্লাহ বলেন, ‘স্টেশন এলাকায় আরএনবির অস্থায়ী ক্যাম্প থাকবে। সেখানে আরএনবি সদস্যরা সার্বক্ষণিক থাকবেন। এবার এনআইডি/জন্ম সনদ ছাড়া টিকিট দেওয়া হবে না। পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক দৃষ্টি রাখবে।’

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদের দিন কোনও আন্তনগর ট্রেন চলাচল করবে না। তবে ঈদের সাত দিন আগে ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনে কোনও ছুটি থাকবে না।

/এমএএ/
সম্পর্কিত
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা