X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আড়তে তরমুজের স্তূপ, ক্রেতা কম

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১১ মে ২০২২, ২১:৩৫আপডেট : ১১ মে ২০২২, ২১:৩৫

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সারাদেশের মতো চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়েছে নগরের তরমুজের বাজারে। তরমুজের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে তরমুজের ক্রেতা কমে গেছে। এজন্য বেশি দামে কেনা তরমুজ অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না তারা।

বুধবার (১১ মে) সরেজমিন নগরের ফিরিঙ্গিবাজারে অবস্থিত তরমুজের বিভিন্ন আড়ত ঘুরে দেখা গেছে, প্রতিটি আড়তেই তরমুজের স্তূপ। তবে অধিকাংশই ক্রেতাশূন্য। বেশি দামে তরমুজ কিনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

ফিরিঙ্গি বাজার এলাকায় অবস্থিত শাহ মোহছেন আউলিয়া ফার্ম নামে একটি তরমুজের আড়তে গিয়ে দেখা গেছে, সেখানে গুদামভর্তি তরমুজ, তবে ক্রেতা কম। এ প্রতিষ্ঠানের মালিক নুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তরমুজ নিয়ে বিপাকে পড়েছি। এগুলো বেশি দামে খামারিদের কাছ থেকে কেনা হয়েছিল। যে দামে কেনা তার অর্ধেক টাকায়ও বিক্রি করা যাচ্ছে না। তবে বর্তমানে যেগুলো কেনা হচ্ছে সেগুলো বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনা।’

তিনি আরও বলেন, ‘যে তরমুজ রমজানে ১০০ পিস ২৮ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি, বর্তমানে তা ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। যেগুলো ১০০ পিস ১৫ থেকে ১৮ হাজার টাকায় বিক্রি করা হতো, সেগুলো এখন ছয় হাজার টাকা এবং যেগুলো ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল, সেগুলো এখন তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।’

তরমুজ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা একই এলাকার তরমুজের পাইকারি ব্যবসায়ী এয়াকুব সওদাগর জানান, ঈদের পর থেকে তরমুজ বিক্রি কমে গেছে। আগে যেখানে একটি আড়তে দৈনিক দুই-তিন হাজার তরমুজ বিক্রি হতো, সেখানে বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচ-ছয়শ’ তরমুজ।’

তিনি জানান, ফিরিঙ্গি বাজার ও বিআরটিসি ফলমন্ডি মিলে প্রায় শতাধিক তরমুজের আড়তদার রয়েছেন। যাদের কাছে প্রতিদিন ৩৫-৪০টি ট্রাকে তরমুজ আসে। বিশেষ করে সাতক্ষীরা, ভোলা ও নাটোর থেকে চট্টগ্রামে তরমুজ আসে।

ফিরিঙ্গি বাজার ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘একেকটি আড়তে রমজানের পর সাত-আটটি ট্রাকে তরমুজ আনা হয়েছে। আগেই এগুলোর টাকা দেওয়া ছিল। এ কারণে প্রতিটি ট্রাকে এক থেকে দেড় লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। ফিরিঙ্গি বাজার এবং বিআরটিসি এলাকায় শতাধিক তরমুজের আড়তদার আছেন। সব মিলিয়ে এখানকার আড়তদাররা গত এক সপ্তাহে সাত থেকে আট কোটি টাকা লোকসান গুনেছেন। তরমুজের বড় পাইকারি বাজার চট্টগ্রাম। এখান থেকেই বৃহত্তর চট্টগ্রামের খুচরা ব্যবসায়ীরা বিক্রির জন্য তরমুজ কিনে থাকেন।’

তিনি আরও বলেন, ‘খুলনা-সাতক্ষীরা থেকে আসা প্রতিটি ট্রাকের জন্য ভাড়া গুনতে হচ্ছে ৫৫ থেকে ৬৫ হাজার টাকা। আবার ফেরির জন্য অপেক্ষা করতে হয় দুই থেকে তিন দিন। তবে এখন কৃষকরাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘূর্ণিঝড় অশনির কারণে চট্টগ্রামে রমজানের পর থেকে বৃষ্টি হচ্ছে। এতে তরমুজের ক্রেতা অনেক কমেছে। ফলে গুদামেই পচে যাচ্ছে তরমুজ।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি
তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
চাঁদা না পেয়ে তরমুজের ট্রলার ছিনিয়ে নিলেন সাবেক ছাত্রদল নেতা, পরে গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে