X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:১৮আপডেট : ১৫ মে ২০২২, ২০:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। রবিবার (১৫ মে) দুপুরে উপজেলার চর-ছয়আনি এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১০ মে স্থানীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে আইয়ুবপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোটগ্রহণ হয়। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের ৫২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তৃণমূলের ভোটে ১১৬ ভোট পেয়ে প্রথম হন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন, ১১৪ ভোট পেয়ে দ্বিতীয় হন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম এবং তৃতীয় হন উপজেলা যুবলীগ নেতা মো. শিপন মিয়া।

শুক্রবার তৃণমূলের ভোটে দ্বিতীয় হওয়া মো. নজরুল ইসলামকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটির মনোনয়ন বোর্ড। এ ঘটনার প্রতিবাদে দুপুরে আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ঢাকা-বাঞ্ছারামপুর সড়কের চর-ছয়আনি এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় তারা মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তৃণমূলের ভোটে প্রথম হওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সেখানে দলীয় মনোনয়ন বঞ্চিত সাহিদুর রহমান স্বপন, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সওদাগর ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, সহ-দফতর সম্পাদক আবদুর রহিম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত সাহিদুর রহমান দাবি করেন, ‘স্থানীয় সংসদ সদস্য গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করেছেন। ভোটে আমি প্রথম হয়েছি। উপজেলা আওয়ামী লীগ তিন জনের নাম জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। জেলা থেকে আমার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু আমি মনোনয়ন পাইনি।’

দলীয় প্রার্থী নজরুল ইসলাম দাবি করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন আইয়ুবপুর ইউনিয়নে ভোট হবে। ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

/এফআর/
সম্পর্কিত
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন