X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আখাউড়া পৌর এলাকার অর্ধশত পরিবার পানিবন্দি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মে ২০২২, ০৯:১১আপডেট : ১৬ মে ২০২২, ০৯:১১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। পানিবন্দি হয়ে আছেন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মসজিদপাড়ার অর্ধশতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনও নজর নেই।

রবিবার (১৫ মে) সরেজমিন পৌর এলাকার বাইপাস সংলগ্ন পূর্ব মসজিদপাড়ায় দেখা যায়, বিশাল একটি ফাঁকা জায়গাজুড়ে পানি থৈ থৈ করছে। এর ঠিক উল্টো দিকেই বেশকিছু বাড়ি। পানিবন্দি এক গৃহবধূ এসে তাদের দুভোর্গের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘গত শুক্রবার রাতের বৃষ্টির পানিতে তলিয়ে যায় আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক। এর মধ্যে সড়ক বাজার, মসজিদপাড়া এলাকা, খড়মপুর এলাকায় হাঁটুপানি জমে যায়। ঘণ্টাদুয়েক সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। একই সময়ে বিদ্যুৎ না থাকায় দুভোর্গ আরও বেড়ে যায়।’

দুর্ভোগের শিকার পূর্ব মসজিদপাড়ার বাসিন্দা তাসলিমা আক্তার ও বিলকিস খানম বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে এখানে থাকি। এবার বৃষ্টির মৌসুমের শুরুতেই আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার দুই পথেই পানি আর পানি। মূলত যে পথ দিয়ে পানি বের হতো সেখানে একটি জায়গার মালিক মাটি ফেলে পাইপের মুখ বন্ধ করে দিয়েছেন।’

স্থানীয় বিল্লাল মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা নাগিরকদের পক্ষ থেকে পৌর কাউন্সিলরের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তিনি এলাকা ঘুরে দেখেছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু কোনও লাভ হয়নি।’

‘কিছু পরিবারের পানিবন্দি’ থাকা ও সড়কে পানি জমে থাকার বিষয়টি স্বীকার করে আখাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম এমরান জানান, রবিবার দিনভর পানি নিষ্কাশনে কাজ করেছেন। পূর্ব মসজিদ পাড়ায় মাটি কেটে ছোট ছোট ড্রেন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
তুমুল বৃষ্টিতে সেন্টমার্টিনে দেড় শতাধিক ঘরবাড়ি পানিবন্দি 
এটিএম-সিআরএমে নতুন নোটের ভোগান্তি দূর হবে কবে
গ্যাস নেই, বিকল্প ব্যবহারে বাড়তি খরচের বোঝা টানছেন গ্রাহকরা
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল