X
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
২২ অগ্রহায়ণ ১৪২৯

৭ দিন পর নিখোঁজ চার বোনের সন্ধান

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০২২, ২৩:১৮আপডেট : ০৩ জুন ২০২২, ০০:০৮

কুমিল্লায় সাত দিন আগে নিখোঁজ হওয়া চার বোনকে পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার। পিবিআইয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবে পিবিআই। নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিখোঁজ চার বোনের মামা সিদ্দিকুর রহমান বলেন, ‘ভাগনিদের নিতে কুমিল্লা পিবিআইয়ের কার্যালয়ে এসেছি আমরা। এখন তাদের সঙ্গেই আছি। তাদের আমরা খুঁজে পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

আরও পড়ুন: ৬ দিনেও খোঁজ মেলেনি চার বোনের

চার মেয়ের বাবা মুজিবুল হক বলেন, ‘সন্তানদের খোঁজ পাওয়ার পর আমার স্ত্রী ও শ্যালক তাদের আনতে নাঙ্গলকোট থেকে কুমিল্লায় গেছে। তারা পিবিআইয়ের কার্যালয়ে আছে। মেয়েদের সন্ধান পেয়েছে বলে আমাকে মোবাইলে জানিয়েছে তাদের মা।’

প্রসঙ্গত, গত ২৫ মে মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয় কুমিল্লার নাঙ্গলকোটের চার বোন। পরে অভিমান ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান তাদের নানি। পরদিন ২৬ মে সেই বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় তারা। 

আরও পড়ুন: সাত দিনেও ফেরেনি ৪ বোন, অপহরণের শঙ্কা অভিভাবকদের

নিখোঁজ চার বোন উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষার্থী। আত্মীয়-স্বজনসহ বন্ধু-বান্ধবীদের বাড়িতে খোঁজ করেও মেলেনি সন্ধান। এ ঘটনায় ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা মুজিবুল হক। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।

/এএম/
প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে: স্পিকার
প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে: স্পিকার
‘তত্ত্বাবধায়ক সরকার মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী?’
‘তত্ত্বাবধায়ক সরকার মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী?’
মিরাজের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭১
মিরাজের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭১
কক্সবাজারে ২৯ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে ২৯ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
রোনালদোর পরিবর্তে দলে জায়গা পেয়ে হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের
রোনালদোর পরিবর্তে দলে জায়গা পেয়ে হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের
বল ওনাদের কোর্টে, কী সমঝোতা বলবেন তারাই: মির্জা ফখরুল
নয়া পল্টনে গণসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি?বল ওনাদের কোর্টে, কী সমঝোতা বলবেন তারাই: মির্জা ফখরুল
প্রথম একাদশ থেকে বাদ, বেঞ্চে রোনালদো
প্রথম একাদশ থেকে বাদ, বেঞ্চে রোনালদো
যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের
সেতুমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎযেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের
কলার বাগান থেকে উদ্ধার ২ লাশের পরিচয় মিলেছে, যা বলছে পরিবার
কলার বাগান থেকে উদ্ধার ২ লাশের পরিচয় মিলেছে, যা বলছে পরিবার