X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাতে ফিরলেন প্রশিক্ষণ থেকে, সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে মিললো লাশ

চাঁদপুর প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৯:১১আপডেট : ১১ জুন ২০২২, ১৯:১১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরা কামালের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের তৃতীয় তলার একটি কক্ষে ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের আগের রাতেই তিনি প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রাম থেকে ফিরেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা পুলিশ ও স্বজনেরা প্রাথমিকভাবে তা জানাতে পারেনি।

মনিরা কামালের পৈতৃক বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে। তার স্বামী জিয়াউল হাসান নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। তাদের ১১ মাস বয়সী এক কন্যা সন্তান আছে। বাবা-মা ও সন্তানকে নিয়ে তিনি মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দোতলায় থাকতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আবাসিক ভবনের তিনতলার একটি কক্ষ থেকে মনিরার লাশ উদ্ধার করা হয়। লাশটি জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ছিল। পা কক্ষের মেঝেতে লেগে থাকায় এটি আত্মহত্যা নয় বলে ধারণা করছেন স্বজনরা।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘লাশ দেখার পর বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ উদ্ধার করেছে।’

পরিবার সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন মনিরা। চট্টগ্রাম থেকে বিশেষ কাজের ওপর প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ৩টার দিকে বাসায় ফেরেন। এ সময় তাকে খুব হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেছে।

নিহতের বাবা মনির উদ্দিন মন্টু বলেন, ‘সকালে রুমে মনিরাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। কোয়ার্টারের তৃতীয় তলার বাসা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।’

মনিরার ছোট বোন মরিয়ম আক্তার বলেন, ‘গত কয়েক দিন বোন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে এ বিষয়ে কাউকে কিছু জানাননি। তার সঙ্গে কারও শত্রুতা বা বিবাদ আছে কি-না আমাদের জানা নেই। সে আত্মহত্যা করার মতো মেয়ে না।’

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তার লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই নারীর দুটি পা কক্ষের মেঝেতে লাগানো ছিল। এতে রহস্য তৈরি হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে।’

/এফআর/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা