X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিবার

চাঁদপুর প্রতিনিধি
১২ জুন ২০২২, ১১:২০আপডেট : ১২ জুন ২০২২, ১১:৫৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বসতভিটা দখল করতে না পেরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলেও আবারও হামলার ভয়ে বাড়ি ফিরতে পারছেন না।

গত ১৯ মে উপজেলার উত্তর নাউরি গ্রামে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও তার স্ত্রী বিউটি রহমানের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তাদের ছেলে মাসুদুর রহমান টিপু বাদী হয়ে ২২ মে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মালার ছয় দিন পর গত শুক্রবার রাতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অন্যরা এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। 

মাসুদুর রহমান টিপু বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রামের নজরুল দর্জির ছেলে আমিন দর্জি ও নুরু মিয়া মিজির ছেলে আলম মিজির নেতৃত্বে একটি গ্রুপ আমাদের বসতভিটা দখলের পাঁয়তারা করছে। চাকরির সুবাদে আমরা দুই ভাই গ্রামে থাকে না। বৃদ্ধ মা-বাবা গ্রামের বাড়িতে থাকেন। ওই গ্রুপ ইচ্ছা করে আমাদের আমাদের মা-বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। এমনকি কয়েক বছর আগে বাড়ি নির্মাণের সময়ও তারা বাধা দিয়েছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় বাড়ি নির্মাণ কাজ শেষ হয়। বাড়ি নির্মাণের পর তারা আরও বেশি বেপরোয়া হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমাদের বাড়ির সীমানার মধ্যে দেয়াল তোলে তারা। প্রতিবাদ করতে গেলে মারতে আসে। সম্প্রতি বাড়ির সীমানায় একটা গাছ কাটলে সেটা নিজেদের দাবি করে আমার বাবার ওপর হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়িতে থাকা আমার মা সেখানে গেলে তাকেও মারধর করে। এর আগে তারা আমাকে ও আমার ছোট ভাইকে মেরেছে। পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।’

টিপু বলেন, ‘আমার মা-বাবাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। তাদের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে হামলার ভয়ে বাড়ি ফিরতে পারছেন না।’

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, ‘জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। কখনও অনৈতিক সুবিধা নিইনি। সেই স্বাধীন দেশে শেষ বয়সে এসে এই পরিণতি হবে ভাবতেও পারিনি। আমি এর বিচার চাই। আমার পৈত্রিক ভিটায় ফিরে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে চাই।’

তিনি আরও বলেন, ‘এর আগেও তারা একাধিকবার আমার ওপর হামলা করেছে। তাদের অত্যাচারে আমার বংশের বহু পরিবার বিতাড়িত হয়েছে। তাদের জমিগুলোও নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। আমাকেও এখান থেকে উচ্ছেদ করে জমি দখল করতে চায়। বাপ-দাদার ভিটের টানে অনেক নির্যাতন সহ্য করেও টিকে ছিলাম। কিন্তু এবার আমি সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছি। আমি আমার গ্রাম ছেড়ে কোথাও থাকবো?’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মামলার প্রধান আসামিকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা