X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

১৪ বছর পর আলম হত্যার রায়, ৩ আসামির যাবজ্জীবন 

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১২:১৯আপডেট : ২৭ জুন ২০২২, ১২:২২

কুমিল্লায় মো. আলম নামে এক যুবককে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এই মামলা থেকে পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২ এর বিচারক নাছরিন জাহান এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো—ফজলুল হক, আবিদ আলী ও আবুল খায়ের। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে আলী নেওয়াজ ও মো. আলমের সঙ্গে একই গ্রামের ফজলুল হকদের বিরোধ চলছি। এর জেরে ২০০৮ সালের ২০ মার্চ ফজলুল, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, জয়নব বিবি ও মো. সুমনসহ কয়েকজন তাদের মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ সকালে তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় মামলা করেন। এই মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে ১৪ বছর পর আজ আদালত রায় দিয়েছেন।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদী মাছুমা বেগম বলেন, ‌‘আমরা সবার ফাঁসি চাই। এজন্য আমি উচ্চ আদালতে যাবো।’

/এসএইচ/
সম্পর্কিত
ইয়াবা মামলায় দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড
ছাত্রদল নেতা অর্ণব হত্যার ঘটনায় ২ শুটার গ্রেফতার
শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা
সর্বশেষ খবর
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই