X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

যুবককে দাফনের ৩৪ দিন পর স্ত্রীর হত্যা মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১১:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:১০

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায়  আল-আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের ৩৪ দিন পর হত্যা মামলা করা হয়েছে। গত ২৫ আগস্ট (বৃহস্পতিবার) আদালতে মামলা করেন তার স্ত্রী সোনালী আক্তার। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ২৫ আগস্ট আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ হোসেন ওই নারীর অভিযোগ আমলে নিয়েছেন। এরপর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) (এফআইআর) হিসেবে গ্রহণ ও তদন্ত করার জন্য লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ আগস্ট) মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে আদালতকে অবহিত করেছে পুলিশ।’

এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে লক্ষ্মীছড়ি বাজার এলাকার মৃত শফিউল আলমের ছেলে আল-আমিনের সঙ্গে সোনালী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে আল আমিনের মা, সৎ বাবা ও সৎ দুই ভাইয়ের সঙ্গে বসবাস শুরু করেন। ভিটের জমি আল-আমিনের আপন বাবা শফিউল আলমের নামে রেকর্ড ছিল। ওই জমিতে কয়েক মাস ধরে বসবাসকালে বাবার জায়গা-জমি থেকে আল-আমিনকে বঞ্চিত করার জন্য সৎ বাবা ও দুই ভাই শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তারা চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মাকে দেখার জন্য আল-আমিন মাঝে মাঝে চট্টগ্রাম থেকে লক্ষ্মীছড়িতে আসা-যাওয়া করতেন।

লাশ উদ্ধারের কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে যান আল-আমিন। তিনি সব সময় মোবাইল ফোনের মাধ্যমে সোনালীর সঙ্গে যোগাযোগ রাখতেন। ১৯ জুলাই কল করে সোনালীকে জানান, তার সৎ বাবা শাহ আলম প্রকাশ শফি আলম (৫৫), সৎ ভাই মো. রুবেল (৩০), মো. মাসুদ (২৫) ও সৎ চাচা মো. শাহজাহানের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছে।

সোনালী আক্তার বলেন, ‘২০ জুলাই তার মোবাইল ফোনে একাধিকবার করে পাইনি। পরে ২১ জুলাই রাত আনুমানিক ১০টায় জানতে পারি, আগের দিন (২০ জুলাই) বিকাল ৫টায় আমার স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরদিন ২১ জুলাই আমাকে না জানিয়ে ধর্মীয় রীতিনীতি না মেনে তড়িঘড়ি করে লাশ দাফন করেছে। ২২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীছড়ি বাজারের ওই বাসায় যাই। পরিবারের লোকদের কাছে জানতে চাই, কীভাবে আমার স্বামী মারা গেলো? তারা একেকজন একেক ধরনের কথা বলতে থাকে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং লাশের ছবি দেখে বুঝতে পারি, আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া, গামছায় তিনটি গিট দেওয়া, পা মাটিতে লেগে ছিল এবং পা পাশের খাট স্পর্শ করে ছিল, বাঁ পাশে ঘরের খুঁটি ও বেড়ার কাঠবাতি যা শরীর থেকে এক ফুট ফাঁরাক ছিল। এরপর মামলা করতে একাধিকবার লক্ষ্মীছড়ি থানায় গিয়েছি। কিন্তু সেখানে মামলা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।’

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, পুলিশ গত ২০ জুলাই আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আত্মহত্যা করেছিলেন। পরিবারের কেউ তখন মামলা করেননি। তার স্ত্রী আদালতে হত্যা মামলা করেছেন। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল