X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতাকে ‘হত্যাকারী’ কিশোর আত্মহত্যা করেছে, দাবি পুলিশের

চাঁদপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৫

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মো. রফিক উল্লাহকে (৭০) হত্যায় জড়িত কিশোর অমিত দাস (১৬) আত্মহত্যা করেছে বলে দাবি জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এ লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। 

এর আগে, রফিক উল্লাহ হত্যাকাণ্ডের পর দিন অজ্ঞাতনামা হিসেবে ওই কিশোরের ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ। অমিত দাস চাঁদপুর শহরের পুরাণবাজারের দাসপাড়া এলাকার সঞ্জিত দাসের ছেলে। সে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল্লাহ কোম্পানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার সহকারী মিরাজুল ইসলামের (১৯) বর্ণনা অনুযায়ী, অনুমান ১৬-১৮ বছর বয়সী এক কিশোর তাকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পরে সদর মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার করে প্রকৃত খুনি হিসেবে অমিত দাসকে শনাক্ত করে। এরপর তার বাড়িতে অভিযান পরিচালনা করে জানা যায়, হত্যাকাণ্ডের দিন সন্ধ্যা ৬টার দিকে ছোট স্কুলব্যাগ নিয়ে বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। 

পরবর্তীতে মঙ্গলবার পিবিআই নিহত রফিকুল্লাহর বাসার সামনে থেকে সংগৃহীত সিসিটিভির ফুটেজ অমিতের মা-বাবাকে দেখালে তারা কিশোরকে তাদের বড় ছেলে বলে শনাক্ত করেন।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শহরের গুণরাজদীর ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প ও পাসপোর্ট অফিস সংলগ্ন রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া একটি মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। পরে খবর পেয়ে পিবিআই লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে। রেলওয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে লাশের পরিহিত পোশাক, স্যান্ডেল ও স্কুলব্যাগ আলামত হিসেবে জব্দ করে। পরবর্তীতে অমিতের স্বজনরা রেলওয়ে থানায় গিয়ে পোশাক, স্যান্ডেল ও স্কুলব্যাগ দেখে তাদের ছেলে অমিতের বলে নিশ্চিত করে। তবে ওই কিশোরেই অমিত কিনা সেটি আরও নিশ্চিত হওয়ার জন্য তার ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, ভিডিও ফুটেজ ও কিশোরের পোশাক, স্যান্ডেল ও ব্যাগ দেখে তার বাবা-মা সেগুলোর অমিতের বলে নিশ্চিত করেছে। রফিক উল্লাহর মোবাইলফোন থেকে পাওয়া কললিস্ট অনুযায়ী  ট্র্যাকিংয়ের মাধ্যমে অনেকটা নিশ্চিত হয়েছি এ হত্যাকাণ্ডে অমিত জড়িত।

তিনি আরও জানান, লাশের ডিএনএ পরীক্ষার পর আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো এ লাশটি মুক্তিযোদ্ধা রফিক উল্লাহকে ‘হত্যাকারী’ অমিতের কিনা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুল রশিদ বলেন, আত্মহত্যা করা অমিত যে ‘হত্যাকারী’ সে বিষয়ে আমরা নিশ্চিত। ডিএনএ টেস্ট করলে পরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ভিডিও ফুটেজ দেখে দৈহিক অবস্থা দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। আমাদের ধারণা সে হত্যা করার পর নতুনবাজার এলাকা থেকে পালিয়ে আল-আমিন হাসপাতাল এলাকা দিয়ে ঘটনাস্থল গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মো. রফিক উল্লাহ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার সফিনা আবাসিক হোটেলের তৃতীয় তলায় ছুরিকাঘাতে হত্যার শিকার হন। রফিক উল্লাহ ওই এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মো. হেদায়েত উল্যাহর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা