X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পর্যটকে মুখর নীলাচল-নীলগিরি

মো. নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
০৭ অক্টোবর ২০২২, ০৮:০০আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:০০

বান্দরবান, যেখানে আকাশ এসে মিশে সবুজের বুকে। অপরূপ চির সবুজের লীলাভূমি এই পর্যটন নগরী। অন্যান্য সময় তো বটেই টানা ছুটি পেলেই পর্যটকরা ছুটে আসেন পাহাড়কন্যায়। পর্যটকে মুখর হয়ে ওঠে চারদিক। এই পূজার ছুটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। ইতোমধ্যে জেলার সবগুলো হোটেল-মো‌টেল বুকিং হয়ে গেছে। 

হো‌টেল কর্তৃপক্ষ জানায়, টানা ছু‌টির কা‌র‌ণে ৪ অক্টোবর থে‌কে ৮ অক্টোবর পর্যন্ত জেলার সব হোটেল-মোটেল ও রিসোর্টে পর্যটকে পরিপূর্ণ।

স‌রেজ‌মি‌নে দেখা‌ গে‌ছে, মেঘলা, নীলাচল, নীলগিরি ও নীল দিগন্তসহ সব পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তাদের পদচারণায় মুখর পর্যটন নগরী। আগামী কয়েকদিন পর্যটকদের পদচারণা থাকবে বলে জানা গেছে।

হোটেল হিল ভিউ, হিল্টন, হোটেল গ্র্যান্ড ভ্যালি ও লাবাতং হিল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের হোটেলের কোনও কক্ষ ফাঁকা নেই। দীর্ঘদিন পর প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেছে। এজন্য সব হোটেল-মোটেল ও রিসোর্ট আগাম বুকিং হয়ে গেছে।

নীলাচল পর্যটন স্পট

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, পর্যটন নগরী বান্দরবানে সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। তবে সরকারি ছু‌টি কিংবা বিশেষ দিনে পর্যটক বেড়ে যায় কয়েকগুণ।

হো‌টেল লাবাতং হিল রিসোর্টের সহকারী ম্যানেজার ফাহাদ সাদিক বলেন, ‘৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আমাদের রিসোর্টের সব কক্ষ বুকিং রয়েছে। আগামী দিনগু‌লো‌তে বু‌কিং থাক‌বে ব‌লে আশা করছি।’

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. সুমন বলেন, ‘বিপুল পর্যটকের আগমনের কারণে আমাদের হোটেলের সব কক্ষ বুকিং আছে। তবে অগ্রিম বুকিং ব্যবস্থাও চালু আছে।’ পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা

হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর হোসেন বলেন, টানা ছুটিতে বান্দরবানে কয়েক হাজার পর্যটকের আগমন ঘটছে। ৮ অক্টোবর পর্যন্ত সব কক্ষ বুকিং হ‌য়ে আছে।’

নীলাচল পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আদীব বড়ুয়া বলেন, ‘মঙ্গলবার আড়াই হাজারের বেশি পর্যটক আসেন নীলাচল পর্যটন স্পটে। এই ধারাবাহিকতা থাকবে আগামী কয়েকদিন।’

ঢাকা থে‌কে আসা পর্যটক ইসরাত জাহান ব‌লেন, ‘সরকারি ছু‌টিতে সপ‌রিবা‌রে বান্দরবানে ঘুরতে এসে‌ছি। খুবই সুন্দর প‌রি‌বেশ। চার‌দি‌কে কেবল সবুজ আর সবুজ। সবগুলো পর্যটন স্পট ভালো লেগেছে।’

পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন নগরী

আরেক পর্যটক সোহানুর রহমান ব‌লেন, ‘আমি অ‌নেক দেশে বেড়াতে গেছি। কিন্তু বান্দরবানের প্রকৃতি ও ম‌নোরম দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। এখা‌নে না এলে তা বুঝতে পারতাম না এত সুন্দর প্রকৃতি। সবগুলো স্থান দেখার মতো।’

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউন‌কে বলেন, ‘বান্দরবানে কয়েক হাজার পর্যটক এসেছেন। তাদের নিরাপত্তা নি‌শ্চিতে প্রতিটি পর্যটন কে‌ন্দ্রে পুলিশের পাশাপা‌শি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সার্বক্ষণিক টহল দিচ্ছে ট্যুরিস্ট পু‌লিশ। আশা কর‌ছি, পর্যটকরা নিরাপ‌দে থাক‌তে পারবেন। কারও কোনও ধরনের সমস্যা হলে আমাদের জানালে ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমেও শীতল করমজল!
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
আলেকজান্ডার মেঘনা পাড় যেন আরেক কক্সবাজার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা