X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইলিশ শিকারের অপরাধে ৯৫০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ২৩:১১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২৩:১১

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল এবং টাস্কফোর্সের অভিযানে ৯৫০ জন জেলেকে আটক করা হয়েছে। ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের অভিযানে তাদের আটক করা হয়। আটক অধিকাংশ জেলে চাঁদপুর এবং শরীয়তপুরের বাসিন্দা।

শনিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, ‘চার জেলা নিয়ে গঠিত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে এ পর্যন্ত পাঁচ হাজার কেজি ইলিশ, ২৮ কোটি মিটার জাল, তিন শতাধিক নৌকা, সাতটি ট্রলার ও দুটি স্পিডবোট জব্দ করা হয়েছে। জেলেদের আটকের পাশাপাশি এ পর্যন্ত ১২৫টি মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘চাঁদপুর নৌ-অঞ্চলে নৌ-পুলিশের একাধিক দলের অভিযানে এসব মাছ, জাল ও নৌকাসহ জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এবং নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বেশ কয়েকজন জেলে কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাছের মধ্যে কিছু এতিমখানা, অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আর বাকি মাছ কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে।’

নৌ-পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘চাঁদপুর অঞ্চলে আমাদের প্রায় ২৮৭ সদস্য কাজ করছেন। হেডকোয়ার্টার থেকে একজন এসপিসহ আরও একটি শক্তিশালী টিম এখানে আসছে আমাদের সহযোগিতা করার জন্য। তিনি মতলব উত্তর, রাজরাজেশ্বর, কাচিকাটা এরিয়া দেখবেন। একজন অতিরিক্ত এসপির নেতৃত্বে হাইমচরে লঞ্চসহ একটি টিম থাকবে। সবমিলে আগামী কয়েকদিনের অভিযান আরও গতিশীল হবে।’

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

/এএম/
সম্পর্কিত
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
সর্বশেষ খবর
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়