X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৬ বছর পর হচ্ছে চাঁদপুর জেলা আ.লীগের সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৯:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯:৪৮

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। সব ঠিক থাকলে দীর্ঘ ৬ বছর পর আগামী ১০ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলাগুলোর সম্মেলন শেষ করা হবে। চাঁদপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ২২ নভেম্বর হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ, ২৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ২৭ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ, ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগ, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন একই দিনে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফরিদগঞ্জ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আলোচনা করে নির্ধারণ করা হবে। উপজেলাগুলোর সম্মেলন শেষে ১০ ডিসেম্বর জেলার সম্মেলন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালে। ওই সম্মেলনে সভাপতি হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক হন অ্যাড. জহিরুল ইসলাম। কিন্তু পরবর্তীতে অ্যাড. জহিরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ছাড়েন। এরপর সদরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আলী আরশাদ। এরপর দীর্ঘ ১৮ বছরেও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি।

এদিকে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালের ২৮ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি হেলাল উদ্দিন মজুমদার ও দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন গাজী মো. মাঈনুদ্দিন।

আর ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু নঈম পাটওয়ারী দুলালকে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন হবে। এরপর আপাতত ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!