X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাঞ্ছারামপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫:২২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১২০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, গতকাল পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা অর্তকিত হামলা করেন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: কান্না থামছে না ছাত্রদল নেতা নয়নের স্বজনদের

তিনি আরও জানান, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টায় বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের নেতারা পুলিশের ওপর হামলার ঘটনার নিন্দা জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিএনপির নেতার্কীরা বিরা উসকানিতে পুলিশের ওপর হামলা করেন। পুলিশ আত্মরক্ষায় গুলি করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন: পুলিশের গুলিতে প্রাণ গেলো ছাত্রদল নেতার

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানান, পুলিশের ওপর আক্রমণ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা পুলিশের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, কুমিল্লায় বিএনপির মহাসমাবেশ আগামী ২৬ নভেম্বর। সমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকালে বিএনপি নেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. মো. সাইদুজ্জামান কামাল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাঞ্ছারামপুর উপজেলা সদরে লিফলেট বিতরণ করছিলেন। 

এ সময় বাঞ্ছারামপুর থানার পুলিশ সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন নেতাকর্মীরা। পুলিশ শর্টগানের গুলি ছুড়লে এতে বিদ্ধ হন নয়ন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজ সন্ধ্যায় নয়নের লাশ গ্রামের বাড়ি আনার কথা রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মামলা হয়নি। 

/এসএইচ/
সম্পর্কিত
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি