X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেমের টানে বাংলাদেশে এসে নির্যাতনের শিকার, ফিরতে চান নিজ দেশে

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২৩, ২১:৫২আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২২:৩২

ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্র থানার শাসরিনগরের মো. ইউনুস শেখের মেয়ে রহিমা আবুল হাসান শেখ (৪৯)। স্বামীর মৃত্যুর পর বাংলাদেশি যুবকের প্রেমে পড়েন। অবশেষে প্রেমিকের বিয়ের আশ্বাসে অবৈধপথে চলে আসেন বাংলাদেশে। কিন্তু প্রেমিক তাকে বিয়ে করেনি। তবে সঙ্গে আনা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হারিয়ে গত আড়াই মাস ধরে দিন কাটাচ্ছেন সরকারি নিরাপদ আবাসনে (সেফ হোমে)। এখন নিজ দেশে ফিরতে চান এই নারী। কিন্তু পাসপোর্ট, ভিসা না থাকায় পড়েছেন আইনি জটিলতায়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার এসআই নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটিকছড়ির যুবক নাছির উদ্দিনের প্রেমে পড়ে ভিসা-পাসপোর্ট ছাড়াই অবৈধপথে বাংলাদেশে আসেন ভারতীয় নারী রহিমা। আসার সময় অনেক টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এসেছেন। জাতীয় জরুরি সেবার-৯৯৯ নম্বরে কল পেয়ে তাকে গত ২৫ এপ্রিল রাত ১১টায় নাছিরের বাসা থেকে উদ্ধার করি আমরা। তিনি বিয়ে করতে এসে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে নাছিরসহ তিন জনকে আসামি করে ২৬ এপ্রিল মামলা করেছেন। এর মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি দেশের বাইরে চলে গেছে। ওই নারী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিষয়টি আমরা লিখিতভাবে ভারতীয় দূতাবাসকে জানিয়েছি। বর্তমানে তিনি আদালতের নির্দেশে হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সরকারি সেফ হোমে আছেন।’

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, নাছির উদ্দিন আমার সঙ্গে ভারতের স্থানীয় এলাকায় শ্রমিকের কাজ করতো এবং আমার স্বামীর পরিচিত ছিল। আমার স্বামী তিন বছর আগে মারা যায়। এরপর আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে নাছির বলে, বাংলাদেশে এলে দুই জন সুখে সংসার করবো। তার কথামতো ভারতে আমার বাড়িঘর বিক্রি করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হই। ২১ লাখ টাকা ও আমার ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে গত ৮ জানুয়ারি কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসি। এরপর কুমিল্লা থেকে বাসে ফটিকছড়ির গ্রামের বাড়িতে আমাকে নিয়ে আসে নাছির।’

এজাহারে আরও উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আমাকে একটি রুমে আটকে রাখা হয়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার কৌশলে হাতিয়ে নিয়ে অমানবিক নির্যাতন চালায় নাছির। ওই সময় ভারতে আত্মীয়-স্বজনের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য চাপ দেয়। পরে বিষয়টি ভারতে থাকা মেয়েকে জানালে সে জাতীয় জরুরি সেবার-৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দেয়। সেখানে কল করলে ২৫ এপ্রিল রাত ১১টার দিকে পুলিশ এসে উদ্ধার করে। এ সময় নাছিরের কাছ থেকে আড়াই লাখ টাকা, সাত ভরি স্বর্ণ এবং ১৫ ভরি রুপা উদ্ধার করে পুলিশ।

মামলার আসামিরা হলো ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে নাছির উদ্দিন (৩৪), তার ভাই নাজিম উদ্দিন (৩০) এবং মা রওশন আরা বেগম (৫৮)। এর মধ্যে নাজিম বিদেশে চলে গেছে। বাকি দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রেমের টানে নাছির উদ্দিনের হাত ধরে অবৈধপথে বাংলাদেশে এসেছেন ওই নারী। যার হাত ধরে এসেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা ওই নারীকে নির্যাতন করেছে। মামলার তদন্ত চলছে। ওই নারী কখন ভারতে ফিরবেন, তা আদালতের আদেশের ওপর নির্ভর করছে।’

চট্টগ্রাম আদালতে ভুক্তভোগী ওই নারীকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা বিএইচআরএফ। সংগঠনটির মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, ‘ভারতীয় নারী বাংলাদেশে এসে প্রতারণার শিকার হয়েছেন। তিনি নিজ দেশে ফিরতে চান। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালতের আদেশের ওপর নির্ভর করছে তার দেশে ফেরা।’

/এফআর/
সম্পর্কিত
চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের কফি, চকলেট, ফ্যাশন সামগ্রি বয়কট করছে ভারতীয়রা
ভারতের ট্রাভেল এজেন্টদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
১৫ বছর ধরে দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
১৫ বছর ধরে দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
নিমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
নিমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা