X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

চেয়ারম্যান সেলিম খানকে ২৬৮ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত চাঁদপুরের আলোচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে অনতিবিলম্বে ২৬৭ কোটি টাকা ৩৩ লাখ ৩১ হাজার ৮৩৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হয়েছে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী এলাকা থেকে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তোলিত বালুর রয়্যালিটি বাবদ এ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। 

সম্প্রতি সেলিম খানকে দেওয়া জেলা প্রশাসক কামরুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ মে সুপ্রিম কোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মোকদ্দমার রায়ে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ কর্তৃক ২০১৮ সালের ৫ এপ্রিল হতে ২০২২ সালের ৪ এপ্রিল পর্যন্ত সময়ে মামলায় বর্ণিত ২১টি মৌজা হতে উত্তোলিত বালুর রয়্যালিটি আদায় করার আদেশ দেওয়া হয়। রায়ের আদেশ মোতাবেক জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়।

এরপর গত বছরের ২৩ আগস্ট অনুষ্ঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ কর্তৃক ওই চার বছরে উত্তোলিত বালুর পরিমাণ এবং এর রয়্যালিটি নির্ধারণের জন্য করিগরি সদস্যদের সমন্বয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটি বিভিন্ন সময়ে সরাসরি এবং অনলাইনে সভায় মিলিত হয়।

ওই টিমের কারিগরি সদস্যরা বিআইডব্লিউটিএ, আইডব্লিউএম এবং সিইজিআইএস-এর সার্ভে রিপোর্ট ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে সফটওয়ারের মাধ্যমে উত্তোলিত বালুর পরিমাণ নির্ধারণ করেন।

এরপর হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫০৭৮/২০১৪ মামলার রায়ে উল্লিখিত প্রতি ঘনফুট বালুর মূল্য ভিত্তি ধরে এর রয়্যালিটি নির্ধারণ করা যেতে পারে বলে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনের আলোকে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি সভায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ কর্তৃক চার বছরে উত্তোলিত বালুর পরিমাণ ৬৬৮ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৫৮৫ ঘনফুট নির্ণয় করা হয়। প্রতি ঘনফুট বালুর মূল্য ৪০ পয়সা হারে মোট রয়্যালিটির পরিমাণ ২৬৭ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৮৩৪ টাকা নির্ধারণ সঠিক ও যুক্তিসংগত হয়েছে বলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বালুর রয়্যালিটি বাবদ ২৬৭ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৮৩৪ টাকা অনতিবিলম্বে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূলকপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় দাবিকৃত অর্থ আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বহু বছর ধরে নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের সুযোগে কয়েকশ’ কোটি টাকা লোপাট চেষ্টাকাণ্ডে আলোচনায় আসেন চাঁদপুর সদরের মেঘনা নদীপাড়ের লক্ষ্মীপুর ইউনিয়নের সেলিম খান।

জানা গেছে, ২০১৫ সালে নৌপথ সচল করার কথা বলে রিট করেছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। তার রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের এপ্রিলে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২১টি মৌজায় মেঘনার ডুবোচর থেকে ৩০ কোটি ৪৮ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু এ সুযোগে শুরু হয় শত শত ড্রেজার দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন করা হয়। এ কারণে জাতীয় সম্পদ ইলিশ ও নদী জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত, মাছের খাদ্য কমে যাওয়া, নদীভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে সম্প্রতি জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
 
এতে আরও বলা হয়, এমনকি অনুমতি ছাড়াই সেলিম খান বছরের পর বছর বালু বিক্রি করেন। দীর্ঘদিন বালু ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। আর সরকার বঞ্চিত হয়েছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে। 

নদীভাঙন ঠেকাতে বিভিন্ন সময় সংশ্লিষ্ট সরকারি দফতর, জেলা আওয়ামী লীগ নেতারা ও স্থানীয়রা বিরোধিতা করলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না। এ অবস্থায় চাঁদপুরের নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে বিভিন্ন পর্যায়ের মানুষজনের দাবির পরিপ্রেক্ষিতে গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিআইডব্লিউটিএ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মতামত ও চিঠির আলোকে সরকারি সম্পদ ও ইলিশ রক্ষায় ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ওই চিঠির পর সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নদী রক্ষা কমিশন। 

উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ভূমি মন্ত্রণালয়ও। অবস্থা বেগতিক দেখে বালু উত্তোলন অব্যাহত রাখতে প্রভাবশালী চক্রের যোগসাজসে নানামুখী তৎপরতা শুরু হয়। এরই মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও চেয়ারম্যান সেলিম খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন নদীপাড়ের মৎস্যজীবী ও ভাঙনকবলিত মানুষ।

পরে জাতীয় নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নৌপুলিশসহ সংশ্লিষ্টদের তৎপরতায় বন্ধ করা হয় নদী থেকে বালু উত্তোলন। নদীতে অভিযান ধরপাকড় করা হয় বহু ড্রেজার ও বাল্কহেড।

এদিকে সরকারি সম্পদ রক্ষায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়ার মধ্যেই গতবছরের ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে টাকা জমাদানের আবেদন করেন সেলিম খান। ওই আবেদনে সেলিম খান বালু উত্তোলনে সরকারি রয়্যালটি, ভ্যাট ও আয়কর বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ৯ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকা জমা দেওয়ার আবেদন করেন। এছাড়া বিআইডব্লিউটিএ’র কাছে আরও ৪ কোটি ৫৭ লাখ টাকা জমা দেওয়ার আবেদন করেন। তবে মাত্র ১৩ কোটি টাকা জমা দিয়ে সরকারকে কয়েকশ’ কোটি টাকা র‌্যয়ালিটি বঞ্চিত করার বিষয়টি বুঝতে পেরে ডিসি অঞ্জনা খান মজলিশ তা গ্রহণ করেননি। ওই আবেদনের পর উল্টো বিভিন্ন বিষয়ে জবাব চেয়ে সেলিম খানকে চিঠি দেন জেলা প্রশাসক। 

এরপরও বালু উত্তোলন অব্যাহত রাখতে উচ্চ আদালতে একাধিক রিটসহ নানামুখী তৎপরতা চালান সেলিম খান। কিন্তু উচ্চ আদালত এবং শীর্ষ আইন কর্মকর্তাদের তৎপরতায় সেলিম খানের বালু উত্তোলনের অনুমতি বাতিল করা হয়। সেই সাথে সেলিম খানের কাছ থেকে বালু বিক্রির সরকারি রয়্যালিটি আদায়ের নির্দেশনা দেন আদালত।

এরই মধ্যে সেলিম খানের দুর্নীতি ও অবৈধ সম্পদের সন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিছু দিনের মধ্যেই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এক পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানকে দল থেকে আজীবন বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেন আদালত। মামলার অগ্রগতির একপর্যায়ে তাকে কারাগারে পাঠান আদালত। কয়েক মাস পর জামিনে জেল থেকে বেরিয়ে আসেন। এখনও তিনি ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

/ইউএস/
সম্পর্কিত
বাণিজ্যিক ভবনের পার্কিংয়ে রেস্টুরেন্ট ব্যবসা, অনুমতি পেলো কীভাবে?
রংপুর-বুড়িমারী মহাসড়ক সম্প্রসারণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
সম্পদের তথ্য গোপন: মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার রায় ৩০ নভেম্বর
সর্বশেষ খবর
বাবার দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারালো দুই শিশুসন্তান, মায়ের অবস্থা আশঙ্কাজনক
বাবার দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারালো দুই শিশুসন্তান, মায়ের অবস্থা আশঙ্কাজনক
মিত্রদের ইউক্রেনের পাশে থাকার আহ্বান ন্যাটো মহাসচিবের
মিত্রদের ইউক্রেনের পাশে থাকার আহ্বান ন্যাটো মহাসচিবের
রাজধানীর আসনগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ২০ রাজনৈতিক দল
রাজধানীর আসনগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ২০ রাজনৈতিক দল
একতরফা নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর আহ্বান বাম নেতাদের
একতরফা নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর আহ্বান বাম নেতাদের
সর্বাধিক পঠিত
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
ভারতে মুসলিম সেজে অপরাধে জড়ানোর প্রবণতা কেন বাড়ছে?
ভারতে মুসলিম সেজে অপরাধে জড়ানোর প্রবণতা কেন বাড়ছে?