ফেনী শহরে ধানসিঁড়ি নামের এক রেস্তোরাঁয় হামলার ঘটনায় যুবলীগ নেতা নাহিয়ান ও সাব্বিরকে প্রধান আসামি ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেস্তোরাঁ মালিক আবদুল ওয়াদুদ বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় এ মামলা করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, মামলায় যুবলীগ নেতা নাহিয়ান ও সাব্বিরকে প্রধান আসামি করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করেছে বাদী।
প্রসঙ্গত, শুক্রবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ি রোডের ধানসিঁড়ি রেস্তোরাঁয় হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা শুভসহ চার জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই সঙ্গে রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর করে।