X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পুলিশি অভিযানে গ্রেফতার সেই ঘাতক বাসচালক

রাঙামাটি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৮

রাঙামাটিতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় জড়িত পলাতক চালক নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল জাহিদ হোসেন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ জানান, বাস দুর্ঘটনার পর চালক নুরুল আবছার ঘটনাস্থল থেকে পালিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। ঘটনার পরে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে।

রাঙামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গত ৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে বাসচালক নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসচালক নুরুল আবছার

অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে রাঙামাটি জেলা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. মারুফ আহম্মদ আরও বলেন, ‘বাসটির ফিটনেস ছিল কিনা এবং এই ঘটনার মালিকের কোনও অবহেলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। যাদের অপরাধ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক তার দোষ স্বীকার করেছেন। কোতয়ালী থানায় করা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২/৭৫/৯৮/১০৫ মূলে বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শহরে ভেদভেদী এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ