X
শুক্রবার, ১৭ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

রওশন এরশাদের নির্দেশে নৌকার প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থীকে সমর্থন দিলেন জাপা নেতা

কুমিল্লা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৭

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির এক কেন্দ্রীয় নেতা। এতে ওই আসনের ভোটের মাঠ বদলে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। 

সমর্থন দেওয়া ওই নেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন।

ঈগল প্রতীকের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

জানা গেছে, প্রচারণা শুরু পর থেকেই তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছাচ্ছিলেন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে পৌরসভার কেন্দ্রীয় মসজিদ মার্কেটে আয়োজিত একটি নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়ে ফুলের তোড়া দিয়ে ঈগল প্রতীকের প্রার্থীকে সমর্থন জানান। এ সময় তার নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলার প্রায় কয়েক হাজার নেতাকর্মী আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে সমর্থন দেন।

সূত্র জানায়, এ আসনে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) মনোনীত লাঙ্গল প্রতীকে নির্বাচন অংশ নিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজগর। 

অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে সমর্থন দেওয়া হয়েছে। দেবিদ্বার থেকে দুঃশাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন। ঈগল মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা, দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের মূল্যায়ন করবো। আগামীর দেবিদ্বার উন্নত, স্মার্ট হিসেবে গড়ে তুলতে আপনাদের একটি করে ভোট দরকার। আপনাদের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি ভোটযুদ্ধে ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

এই বিষয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল বলেন, নৌকার বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নেই। দেবিদ্বারের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে শেখ হাসিনার নৌকাই উন্নয়নের প্রতীক। 

ওই পথসভায় উপস্থিত ছিলেন- দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাবেদ আহমেদ নবী, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার, দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
সর্বশেষ খবর
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়