X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চাচাতো বোন প্রেম প্রত্যাখ্যান করায় ভাইকে পানিতে চুবিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

কক্সবাজারে চাচাতো বোন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ছোট ভাইকে হত্যা করেছে মো. তারেক আজিজ (২৬) নামের এক যুবক। হত্যাকাণ্ডের ছয় দিন পর তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত তারেক আজিজ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার মোহাম্মদ আজিজের ছেলে। নিহত মো. আবিদ (৫) একই এলাকার মো. ইসহাকের ছেলে। তারেক ও আবিদ সম্পর্কে চাচাতো ভাই। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম।

ঘটনার বর্ণনা দিয়ে আনোয়ার হোসেন শামীম বলেন, ‌‘জুমছড়ি এলাকার মো. ইসহাকের ছোট ছেলে আবিদকে গত ১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। রাত ১১টার দিকে শিশুটির মায়ের মোবাইল নম্বরে অপরিচিত নম্বর থেকে কল করে বলা হয়, তোর ছেলেকে অপহরণ করেছি, বাঁচাতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। না দিলে তোর ছেলেকে প্রাণে মেরে ফেলবো। কোনও উপায় না পেয়ে সারারাত বাড়িতে অবস্থান করে পরিবার। পরদিন বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে স্বজনরা জানতে পারেন, পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন ইটভাটার পাশের পুকুরে এক শিশুর লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরিবারে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি শিশুটিকে অপহরণ করে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর র‌্যাব-১৫-এর একটি দল অপহরণ চক্রকে ধরতে অভিযান শুরু করে। যে মোবাইল নম্বর থেকে শিশুটির মাকে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছিল, সেটি ট্র্যাক করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূলহোতা তারেক আজিজকে বুধবার রাতে জুমছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণকাজে ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়।’

অপহরণকাজে ব্যবহৃত অটোরিকশা

মামলার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং একমাত্র আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব উল্লেখ করে আনোয়ার হোসেন শামীম বলেন, ‘গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারেক আজিজ র‌্যাবকে জানায়, সে অটোরিকশাচালক। আবিদের বোনকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বারবার প্রত্যাখ্যান করেছে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যার পরিকল্পনা করে। গত কয়েকদিন ধরে চকলেট, আচার ও অন্যান্য খাবার দিয়ে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। ১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে আবিদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় চকলেট দেওয়ার কথা বলে অটোরিকশায় করে জুমছড়ি এলাকার বাঁকখালী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাকে নিয়ে খেলাধুলা করে। সন্ধ্যার পর ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন ইটভাটার পাশের পুকুর পাড়ের গাছের সঙ্গে শিশুটিকে বেঁধে রেখে বাড়িতে চলে আসে। সন্দেহ এড়াতে সেও বাড়ির লোকজনের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সবাই ঘরে ফিরলে রাতে সেই পুকুর পাড়ে যায়। পুকুর পাড় থেকে শিশুটির মাকে কল দিয়ে বলে, ‘তোর ছেলেকে অপহরণ করেছি, তিন লাখ টাকা মুক্তিপণ না দিলে প্রাণে মেরে ফেলবো। এই বলে ফোন কেটে দেয়। কিন্তু মুক্তিপণ না পেয়ে ওই দিন রাতেই শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে পুকুরে ফেলে চলে আসে।’

/এএম/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
সর্বশেষ খবর
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে